• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP কমতেই সত্যি হল ভয়! ফাঁস জি বাংলার জনপ্রিয় এই মেগার অন্তিম পর্ব সম্প্রচারের দিনক্ষণ

Published on:

Zee Bangla Popular Mega Serial Icche Putul Last Shooting Done will end Soon

ইদানিং একাধিক সিরিয়াল যেমন শুরু হয়েছে তেমনি শেষও হয়েছে প্রচুর ধারাবাহিক (Bengali Serial)জি বাংলা (Zee Bangla) হোক বা ষ্টার জলসা, টার্গেট রেটিং পয়েন্ট কমলেই ইতির পথে এগোচ্ছে সিরিয়ালগুলি। বিশেষ করে প্রচুর নতুন সিরিয়াল ঘোষণা হয়েছে, যা পুরোনোদের রিপ্লেস করেছে। বিগত কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছিল ‘মিলি’ ধারাবাহিকটি শেষ হয়ে যেতে পারে। তবে সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে অন্য একটি জনপ্রিয় সিরিয়াল শেষ হচ্ছে।

সিরিয়ালের গল্প মানেই সাংসারিক কূটকচালি আর দুই স্বামী অথবা দুই বউ। কিন্তু গল্পে এক পুরুষকে পাওয়ার জন্য দুই নারী লড়ে গেলেও যে সেটা সকলের পছন্দ হতে পারে তা দেখিয়ে দিয়েছে একটি ধারাবাহিক। শুধু তাই নয়, ষড়যন্ত্র বা ত্রিকোণ প্রেম থাকলেও রবীন্দ্র সংগীত আর দুর্দান্ত অভিনয়ে সেসবকে ঢেকে দিয়েছে এই মেগা। হ্যাঁ সবার আশঙ্কা সত্যি করে শেষ হচ্ছে জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)

Will Icche Putul Serial end with Megh's Death Speculation in Social Media

নিজের বোন হয়েও ময়ূরীর নোংরামিতে মেঘ জীবনটাই শেষ করে দিতে চেয়েছিল। তারপর দীর্ঘদিন যাবৎ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেছে সে। তবে বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সে। বাড়ি ফায়ার মা-বাবার পর নীলের খোঁজ করেছে সে। এতদিনের মান অভিমান পর্ব মিটিয়ে আবার সবটা আগের মত হতে চলেছে মনে হল।

আরও পড়ুনঃ পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও! রোম্যান্সে মাতলেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

তবে নীলের সাথে মেঘের সম্পর্ক এবার আর মেনে নিলেন না বাবা। বাবার কথামত নীলের থেকে দূরত্ব বাড়িয়ে নেয় মেঘ। যেটা নীলের কাছে কিছুতেই মেনে নেওয়ার মত নয়, তাই সে ভেঙে পরে। এদিকে দাদা ও বৌদির সাথে হওয়া অন্যায়ের আসল অপরাধীদের ধরতে বদ্ধ পরিকর বোন গিনি। রূপ আর ময়ূরীকে উচিত শাস্তি পাওয়ানোর জন্য রূপকে মদ খাইয়ে সব সত্যি বের করে নেয় সে। নেশার ঘোরে রূপের স্বীকারোক্তি রেকর্ড রেকর্ড করে রাখে গিনি।

Zee Bangla Bengali serial Icche Putul Neel will trust Megh this time not Mayuri

আরও পড়ুনঃ পর্ণা আউট জ্যাস ইন, নতুন বছরে কার দখলে বেঙ্গল টপারের সিংহাসন? দেখুন মাথাখারাপ করা TRP তালিকা

তবে খুব বেশি দেরি নেই গল্প শেষ হতে। যেমনটা জানা যাচ্ছে বিগত ৪ঠা জানুয়ারি শেষ শুটিং হয়ে গিয়েছে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের। বদলে হয়তো আরও কোনো নতুন মেগা আসবে। এর আগে হয়তো জানুয়ারি মাস পর্যন্ত চলবে ইচ্ছে পুতুলের সম্প্রচার। তবে খবর প্রকাশ্যে আসার পর থেকে মন খারাপ হয়েছে বহু ভক্তের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥