• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিচ্ছেদের পর মা হচ্ছেন নবনীতা! জিতু কমলের প্রাক্তনের খবর নিয়ে হৈ হৈ কান্ড নেটপাড়ায়

বিনোদনের জগতে সম্পর্ক যেমন তৈরী হয় তেমনি বহু সম্পর্ক ভাঙাও পরে। একসময় হ্যাপি কাপল হলেও ২০২৩ এই গতবছর টেলিপাড়ার দম্পতি জিতু কমল (Jeetu Kamal) ও নবনীতা দাসের (Nabanita Das) বিচ্ছেদের খবর সামনে আসে। আচমকাই একেঅপরের থাকে আলাদা হওয়ার কথা জানান নবনীতা, এরপর দুজনের ডিভোর্স নিয়ে বিস্তর আলোচনা চলে সোশ্যাল মিডিয়াতে।

আচমকাই একদিন নেটপাড়ায় নবনীতা নিজেদের আলাদা হওয়ার খবর জানান। এমন একটা পোস্ট শুরুতে বিশ্বাস করতে পারেননি অনেকেই। ভক্তরা চেয়েছিল এ খবর যেন মিথ্যে হয়। কিন্তু সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে যায় এজ সত্যিই একেঅপরের থেকে দূরত্ব বানিয়ে নিয়েছেন তাঁরা। বিচ্ছেদ ঘোষণার পর দুজনেই বর্তমানে ব্যস্ত নিজের কাজ নিয়ে।

   

Jeetu Kamal and Nabanita Das

একদিকে যেমন জিতু কমল একেরপর এক সিনেমার কাজে ব্যস্ত। তেমনি নবনীতাও অভিনয়ে ফিরেছেন। সান বাংলার ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে ‘কলি’ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এতদূর পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু আচমকাই সোশ্যাল মিডিয়াতে রটে যায় মা হচ্ছেন নবনীতা। হ্যাঁ ঠিকই দেখছেন, এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়ে গিয়েছে নেটপাড়া।

আরও পড়ুনঃ মাত্র তিন সপ্তাহ যেতেই বিয়ের পিঁড়িতে মিস গোবর দেবী, প্রোমো ফাঁস হতেই হতবাক দর্শকেরা

মা হওয়াটা সুখবর বটে, কিন্তু একদিকে বিচ্ছেদের খবর তারপর অন্তঃসত্ত্বা হওয়াটা মিলিয়য়ে উঠতে পারছিলেন না দর্শকদের অনেকেই। কেউ কেউতো আকাশ থেকে পড়েছিলেন নবনীতার মা হওয়ার কথা শুনে। সত্যিই কি তাহলে ভাঙা সম্পর্ক জোড়া লেগেছে? নাকি সবটাই গুজব? এই প্রশ্নের উত্তর নিয়েই হাজির বংট্রেন্ড। হ্যাঁ নবনীতা মা হচ্ছেন, কিন্তু সেটা বাস্তবে নয়। বরং টিভির পর্দায়।

নবনীতা দাস , Nabanita Das

আরও পড়ুনঃ রাত নামতেই রোম্যান্সে মাতল সৃজন-পর্ণা! কেঁদে ভাসাচ্ছে বাবুউউ’র মা, ফাঁস ধুম তানানানা পর্ব

আগেই জানানো হয়েছে, সান বাংলার ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে কাজ করছেন নবনীতা। সেখানেই মা হওয়ার ট্র্যাক এসেছে। আর সেই থেকেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর মা হওয়ার কথা। যেটা গল্পের ট্র্যাক হলেও বাস্তবের সাথে গুলিয়ে ফেলেছেন অনেকেই। হ্যাঁ ভক্তরা হয়তো একটু হতাশ হলেন। তবে বাস্তব এটাই যে সিরিয়ালে মা হচ্ছেন নবনীতা আসল জীবনে নয়।