• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দা থেকে বাস্তবের স্বামী-স্ত্রী, ষোলো আনা বাঙালিয়ানায় বিয়ের পিঁড়িতে জি বাংলার জনপ্রিয় জুটি

Published on:

Zee Bangla couple Swarnadipto Ghosh Arpita Mondal to get married last week of November

দুর্গাপুজোর রেশ কাটতেই টলিপাড়ায় বাজছে বিয়ের সানাই। দিনকয়েক আগেই বিয়ের (Marriage) দিনক্ষণ ঘোষণা করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। আগামী ৭ ডিসেম্বর প্রেমিক সৌম্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। এবার সুখবর দিলেন জি বাংলার (Zee Bangla) আরও এক জনপ্রিয় জুটি (Couple)। দীপাবলির পরেই বিয়ে করছেন তাঁরা।

চলতি বছর বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় তারকা বিয়ে করেছেন। সুদীপ্তা চট্টোপাধ্যায়, মিষ্টি সিংরা এই বছরই শুরু করেছেন জীবনের নতুন ইনিংস। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে টেলি দুনিয়ার ‘লাভ বার্ডস’ স্বর্ণদীপ্ত ঘোষ (Swarnadipto Ghosh) এবং অর্পিতা মণ্ডলের (Arpita Mondal) নাম। জি বাংলার ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে লক্ষ্মীকাকিমার বড় ছেলে এবং ছেলের বৌয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা।

Arpita Mondal and Swarnadipto Ghosh marriage date revealed

রিল লাইফে বিয়ের পর এবার রিয়েল লাইফে সাত পাক ঘুরতে চলেছেন স্বর্ণদীপ্ত-অর্পিতা। কয়েকদিন আগেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার একটি ছবি পোস্ট করে অর্পিতা লিখেছিলেন, দিন তো এগিয়েই এল! অভিনেত্রীর সেই পোস্টেই বিয়ের আভাস ছিল একদম স্পষ্ট। এবার সোশ্যাল মিডিয়ায় আইবুড়ো ভাত খাওয়ার ছবি দিয়ে সেই জল্পনায় শিলমোহর দেন তারকাজুটি।

আরও পড়ুনঃ সত্যিই অমানুষ! দশমীতে শিমুলকে প্রাণে মারার ছক কষছে পরাগ, ফাঁস হাইভোল্টেজ পর্বের ভিডিও

সম্প্রতি এই প্রসঙ্গে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল স্বর্ণদীপ্তর সঙ্গে। বিয়ের তারিখ জিজ্ঞেস করা হলে অভিনেতা বলেন, ‘দিওয়ালির পরেই আমাদের বিয়ে। নভেম্বরের শেষ সপ্তাহে জীবনের সেই বিশেষ দিন আসছে। আমরা দু’জনেই ভীষণ এক্সাইটেড। গত বছর ডিসেম্বর মাসেই আমাদের বিয়ের তারিখ পাকা হয়ে গিয়েছিল’।

আরও পড়ুনঃ শ্রাবণের জীবনে নতুন বিপদ! ‘লাভ বিয়ে আজকাল’এ ফিরল এক্স প্রেমিক, টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

Arpita Mondal and Swarnadipto Ghosh marriage date revealed

স্বর্ণদীপ্ত জানান, ইতিমধ্যেই তাঁদের বিয়ের কেনাকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। অভিনেতা জানান, তাঁদের বিয়ে হবে পুরোদস্তুর বাঙালি স্টাইলে। বিয়ের সাজ থেকে শুরু করে মেন্যু- সবেতেই থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। বিয়ে-বৌভাত দু’দিনই শাড়ি পরবেন অর্পিতা। অপরদিকে ধুতি-পাঞ্জাবিতে দেখা যাবে স্বর্ণদীপ্তকে।

শুধু তাই নয়, নিজের জীবনের এই বিশেষ দিনে পরিবারের সকলের কাছে একটি বিশেষ আবদারও করেছেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar) অভিনেতা। স্বর্ণদীপ্ত বলেন, ‘আমি আমার পরিবারের সবার কাছে আবদার করেছি যেন বিয়ের দিন ছেলেরা সবাই ধুতি-পাঞ্জাবি পরে। আর মেয়েরা যেন শাড়ি-সালোয়ার স্যুট পরে। আমি ওই দিন কোনও ওয়েস্টার্ন লুক রাখতে বারণ করেছি। আমার পরিবার অনেক বড়। ভাই-বোনেরা যদি আমার আবদারটা রাখে খুব খুশি হবো’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥