• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! ‘রাঙা বউ’ শ্রুতির গলায় ‘বাতাসে গুনগুন’ শুনে মুগ্ধ নেটপাড়া

Updated on:

Zee Bangla Bengali serial Ranga Bou actress Shruti Das sings Batashe Gun Gun song

Shruti Das singing in Stage Video : এই মুহূর্তে বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রুতি দাস (Shruti Das)জি বাংলার (Zee Bangla) ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের হাত ধরে কেরিয়ার শুরু হয়েছিল তাঁর। এরপর স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি। এখন আবার ‘রাঙা বউ’র (Ranga Bou) হাত ধরে জি বাংলার পর্দায় ফিরেছেন শ্রুতি। সম্প্রতি সেই অভিনেত্রীই নিজের গানের (Song) ট্যালেন্টের মাধ্যমে নেটিজেনদের মন জয় করে নিলেন।

শ্রুতি যে একজন তুখোড় অভিনেত্রী সেকথা সিরিয়ালপ্রেমী মানুষদের জানা। তবে তিনি যে এত সুন্দর গানও করেন তা খুব কম লোকেই জানতেন। সুদক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি শ্রুতি সুগায়িকাও বটে। সম্প্রতি পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের রজত জয়ন্তী স্পেশ্যাল অনুষ্ঠানে গান গাইতে দেখা যায় তাঁকে। সেই গানের ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা।

Shruti Das, Shruti Das singing

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন শ্রুতি। সেখানে লাল রঙের শাড়ি পরে মঞ্চে উঠে ‘বাতাসে গুনগুন’ (Batashe Gun Gun) গানটি গাইতে দেখা যায় তাঁকে। যদিও অভিনেত্রী একা ছিলেন না। তাঁর সঙ্গে অভিনেতা নীল চট্টোপাধ্যায়ও (Neil Chatterjee) গলা মিলিয়েছিলেন।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে সন্ত্রাসবাদীদের কবলে সোনা-রুপা, কীভাবে বাঁচবে দীপা? টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব

Shruti Das and Neil Chatterjee, Shruti Das singing

গান গাওয়ার ভিডিওটি পোস্ট করে শ্রুতি ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্নের মতো সুন্দর। ৪ বছর পর নীল চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও একবার এই ভাইরাল গানটি। পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামকে ধন্যবাদ আমায় এত ভালোবাসা এবং এই সুযোগ দেওয়ার জন্য’।

আরও পড়ুনঃ ভেঙে যাচ্ছে মেঘ-নীলের সম্পর্ক! শয়তানি করে জেরার মুখে ময়ূরী, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব


রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির ‘বাতাসে গুনগুন’ গানটি একসময় ব্যাপক হিট হয়েছিল। রাহুল-প্রিয়াঙ্কার উষ্ণ রসায়ন সেই গানে যোগ করেছিল অন্য মাত্রা। জিৎ গঙ্গোপাধ্যায় এবং জুন বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গান একসময় প্রায়ই লোকের মুখে মুখে শোনা যেত। এবার সেই গান গেয়েই তাক লাগিয়ে দিলেন শ্রুতি-নীল। অভিনেত্রী কাঞ্চনা মৈত্র দু’জনের প্রশংসা করে লেখেন, ‘তোরা দু’জন জাস্ট জমিয়ে দিয়েছিলি’। দিয়া চক্রবর্তী আবার লিখেছেন, ‘আমার দেখা অন্যতম সেরা অভিনেত্রী যে এতখানি গুণী। যেমন ভালো গান গায়, তেমনই ভালো অভিনয় করে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥