• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভেঙে যাচ্ছে মেঘ-নীলের সম্পর্ক! শয়তানি করে জেরার মুখে ময়ূরী, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Published on:

Iccheputul serial new twist in Megh-Neel life

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Icchepuul) এর নায়ক নায়িকা মেঘ-নীলের (Megh-Neel) সম্পর্ক এখন এসে দাঁড়িয়েছে একেবারে খাদের কিনারায়। বিয়ের আগে থেকেই ঠাম্মি আর কাকাই ছাড়া গাঙ্গুলি বাড়ির কোন সদস্যই সহ্য করতে পারে না মেঘকে। আর এখন মেঘের স্বামী নীলও তাঁকে অবিশ্বাস ছাড়া আর কিছুই করেনা। গত পর্বেই দর্শক দেখেছেন কলেজের অনুষ্ঠানের মেঘকে জিষ্ণুর সাথে গান গাইতে দেখে আবার ভুল বোঝে নীল।

মেঘকে নিয়ে ভাবতে ভাবতেই তাই নীলের মনের মধ্যে একেবারে উথাল-পাথাল চলছিল। সেসময় অন্যমনস্ক হয়ে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার মুখে পড়েছিল নীল। সেই সময় নীলকে ফোন করেছিল ময়ূরী। কিন্তু তখন নীলের ফোন পুলিশের হাতে পড়ায় পুলিশ ময়ূরীকে নীলের অ্যক্সিডেন্টের কথা জানিয়ে দেয়। তখন ময়ূরী কাউকে না জানিয়ে একাই নীলের সাথে হাসপাতালে দেখা করতে চলে যায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichheputul,মেঘ,Megh,নীল,Neel,ময়ূরী,Mayuri,দুর্ঘটনা,Accident,আসন্ন ট্র্যাক,Upcoming Track.

নীলকে কেন দেখতে যায়নি মেঘ?

পরে যদিও নিজের পিঠ বাঁচানোর জন্য নিজের বাপি এবং নীলের বাড়িতে ফোন করে অ্যক্সিডেন্টের কথা জানিয়ে দিয়েছিল ময়ূরী। অন্যদিকে বাপির কাছে নীলের  অ্যাক্সিডেন্টের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিলা মেঘকে। কিন্তু কষ্টে বুক ফেটে গেলেও নিলে শ্বশুরবাড়ির লোকেদের অপমানের কথা ভেবে হাসপাতালে যায়নি মেঘ।

যা নিয়ে অসুস্থ নীলের মা ওই পরিস্থিতিতে দাঁড়িয়েও মেঘের বাবাকে কথা শোনাতে ছাড়েননি। তখন মেঘের বাবাও অত্যন্ত মার্জিত ভাষায় সপাট জবাব দেয় নীলের মাকে। অন্যদিকে নীলের কাকাইয়ের প্রশ্নের মুখে পড়ে ময়ূরী। সত্যিটা আগে থেকে জেনেও সে প্রথমে কেন সবাইকে তা জানায়নি তা জানতে চায় কাকাই।

ভেঙে যাবে মেঘ-নীলের সম্পর্ক?

প্রশ্নের মুখে পড়ে প্রথমে ময়ূরী থতমত খেয়ে গেলেও পরে নিজেকে ম্যানেজ করে নেয় ময়ূরী। অন্যদিকে দেখা যায় নতুন নায়ক জিষ্ণু অনুষ্ঠানে মেঘের গান গাওয়ার ভিডিও দেখছে শুয়ে শুয়ে।  এখন দেখার আগামী দিনে মেঘ-নীলের সম্পর্ক কি একেবারে শেষ হয়ে যাবে নাকি আসবে কোনো নতুন মোড়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥