• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপাকে বাঁচাতে মিশকার সন্তানের বাবা হবে কবীর! ‘অনুরাগের ছোঁয়া’র ট্র্যাক নিয়ে তোলপাড় নেটপাড়া

Published on:

Star Jalsha,Bengali serial,Anurager Chhowa,Shibani,Kabir,Surjya,Deepa,Mishka,Television,TV serial,Bengali television,Bangla television,স্টার জলসা,বাংলা সিরিয়াল,অনুরাগের ছোঁয়া,সূর্য,শিবানী,কবীর,দীপা,মিশকা,টেলিভিশন,টিভি সিরিয়াল,বাংলা টেলিভিশন,Entertainment,Entertainment news,Bangla khobor,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের (Bengali Serial) প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। সূর্য-দীপার জীবন তছনছ করে দিতে এবার বিরাট ফন্দি এঁটেছে মিশকা। গর্ভের সন্তানকে হাতিয়ার করেই সূর্য বৌ হওয়ার স্বপ্ন দেখছে সে। তবে এবার তার সেই স্বপ্নে জল ঢেলে দেবে কবীর (Kabir) এবং শিবানী (Shibani)!

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, দীপা ইতিমধ্যেই মিশকার (Mishka) প্রেগন্যান্সির আসল রহস্য জেনে গিয়েছে। মিশকা যে অবৈধভাবে গর্ভবতী হয়েছে তা স্বীকার করে নিয়েছে তার ডাক্তার। তবে এর পাশাপাশি দীপা এটাও জেনে গিয়েছে যে মিশকার সন্তানকে স্বীকার করে নিয়েছে সূর্য। এত বড় সিদ্ধান্ত সূর্য (Surjya) একা নিয়ে নেওয়ায় স্বাভাবিকভাবেই বেশ কষ্ট পেয়েছে দীপা (Deepa)

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa decides to free Mishka from jail

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, দীপা বাড়ির সবাইকে জানিয়ে দেয় সূর্য মিশকার সন্তানকে স্বীকৃতি দিয়েছে। একথা শোনার পর সেনগুপ্ত বাড়ির সবাই সূর্যকে বকাঝকা করতে থাকে। সেই সঙ্গে দীপা এও জানায়, সে চায় মিশকাকে জেল থেকে বের করে আনা হোক। অনিচ্ছাকৃত হলেও মিশকার গর্ভে থাকা সন্তানের বাবা সূর্য। তাই সেই শিশুর খেয়াল রাখার কর্তব্য সেনগুপ্ত বাড়ির সকলের।

আরও পড়ুনঃ ১২ সন্তানের মা হবেন! রিয়্যালিটি শোয়ের মঞ্চে ভবিষ্যৎবাণী শুনে চোখ কপালে শুভশ্রীসহ নেটিজেনদের

সূর্য, লাবণ্য সহ সেনগুপ্ত বাড়ির সকলে দীপার এই সিদ্ধান্তের বিরোধিতা করে। তবে দীপা নিজের সিদ্ধান্তে অনড় থাকে। অন্যদিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার তোরজোড় শুরু করে দেয় মিশকা। শুধু তাই নয়, সূর্য-দীপাকে চিরকালের মতো আলাদা করার পরিকল্পনা বাস্তবায়িত করার ছকও কষতে থাকে সে।

আরও পড়ুনঃ ভয়টাই সত্যি হল, মৃত্যুশয্যায় ‘জগদ্ধাত্রী’কে দেখে ভেঙে পড়ল কৌশিকী! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa doubts Surjya after seeing the bond paper

তবে এখান থেকেই ঘুরতে চলেছে ধারাবাহিকের গল্পের মোড়। দর্শকদের জন্য বিরাট চমক নিয়ে আসছেন নির্মাতারা। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, ধারাবাহিকে এরপর দেখানো হবে, মিশকার সন্তানকে দত্তক নিয়েছে কবীর-শিবানী। বহুদিন ধরে সন্তানের মুখ দেখতে চাইছিল তারা। তবে তাদের সেই আশা পূরণ হচ্ছিল না। অবশেষে মিশকার সন্তান দত্তক নেওয়ার মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হবে কবীর-শিবানীর।

ধারাবাহিকে যদি সত্যিই এই ট্র্যাক আসে তাহলে সম্পূর্ণভাবে ভেস্তে যাবে মিশকার প্ল্যান। সূর্যকে বিয়ে করার স্বপ্ন চিরকালের মতো অধরাই থেকে যাবে তার। এবার দেখা যাক, সোশ্যাল মিডিয়ার এই গুঞ্জনের সঙ্গে ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন ট্র্যাক মেলে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥