• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বরের দিকে নজর, এক ঘুষিতে সতীনের নাক ফাটালো ফুলকি, টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। সদ্য সিরিয়ালে এন্ট্রি নিয়েছে রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনী। আর সেই সঙ্গেই চরমে উঠেছে রোহিত-ফুলকির জীবনের টানাপোড়েন। শালিনী ফিরে আসায় রোহিত যে একপ্রকার দোলাচলে পড়েছে, তা স্পষ্ট দেখতে পাচ্ছে দর্শকরা। ধারাবাহিকের আসন্ন পর্বে আবার দেখা যাবে, এক ঘুসিতে সতীনের নাক ফাটিয়ে দিয়েছে ফুলকি।

জি বাংলার এই টপার ধারাবাহিকটি (Bengali Serial) যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, অত্যন্ত প্রতিভাসম্পন্ন একজন বক্সার হল ফুলকি। অপরদিকে রোহিতও একসময় দেশ-বিদেশের বক্সিং রিং দাপিয়ে বেরিয়েছে। যদিও কোনও একটি ঘটনার কারণে সে বক্সিং ছেড়ে দেয়। তবে এবার ফুলকির সৌজন্যে ফের আস্তে আস্তে বক্সিংয়ের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে রোহিতের (Rohit)।

   

Phulki, Phulki serial promo, Phulki serial Rohit

ফুলকি যে দারুণ শারীরিক ক্ষমতা সম্পন্ন তা সদ্য বুঝতে পেরেছে রোহিত। একটা ঘুসিতেই তাকে কাবু করে দিয়েছিল সে। সম্প্রতি আবার দেখানো হয়েছে, একা হাতে ‘বাহুবলী’র মতো গ্যাস সিলিন্ডার তুলে নিয়েছে ফুলকি। স্ত্রীয়ের এই শারীরিক ক্ষমতা দেখে তাকে বক্সিং শেখাবে বলে ঠিক করে রোহিত।

আরও পড়ুনঃ মানুষ রিজেক্ট করার আগে, সসম্মানে সরে যাওয়া ভালো! আচমকাই বিস্ফোরক প্রসেনজিৎ

সম্প্রতি জি বাংলা তরফ থেকে ধারাবাহিকের নতুন প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ফুলকিকে বক্সিং রিংয়ে নিয়ে গিয়েছে রোহিত। সেখানে গিয়ে রোহিত বলে, ‘বক্সিং কিন্তু শুধু একটা খেলা নয় ফুলকি, জীবনযুদ্ধও’।

আরও পড়ুনঃ TRP কমতেই দুঃসংবাদ, পুজোর আগে গাঁটছড়া শেষ হওয়া নিয়ে মুখ খুললেন ‘দ্যুতি’ শ্রীমা

Phulki, Phulki serial promo, Phulki serial Phulki

এরপর সেখানে আচমকা শালিনী (Shalini) এসে ফুলকির গালে একটা ঘুসি মারে। এরপর স্মিত হাসি হেসে বলে, ‘জীবনযুদ্ধে টিকে থাকতে গেলে ঘুসি খেতে হবে’। সতীনের কাছে ঘুসি খেয়ে বক্সিং গ্লাভস ছাড়াই তার নাকে পাল্টা আর একটা ঘুসি মেরে ফুলকি বলে, ‘জীবনযুদ্ধে জিততে গেলে ঘুসি মারতেও হবে’।

https://youtu.be/G0JhCEFoRiw

এরপর দেখা যায়, বক্সিং গ্লাভস ছাড়াই শালিনীকে ঘুসি মেরে তাকে কুপোকাত করে দিয়েছে ফুলকি। বক্সিং রিংয়ের এই লড়াইয়ে রোহিতের কোন স্ত্রী জয়ী হয় সেটা জানার অপেক্ষাতেই আপাতত রয়েছেন দর্শকরা। আর সেই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।