• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শালিনী অতীত! অবশেষে কাছাকাছি ফুলকি-রোহিত, ফাটাফাটি প্রোমো আসতেই উচ্ছসিত দর্শকেরা

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘ফুলকি’ (Phulki)। দিব্যানি মণ্ডল, অভিষেক বসু অভিনীত এই সিরিয়াল প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় চমক দিচ্ছে। শুরু থেকে প্রথম চারের মধ্যে নিজের স্থান ধরে রেখেছে ‘ফুলকি’। এবার এই সিরিয়ালেই চলে এল মহাধামাকা পর্ব।

‘ফুলকি’র নিয়মিত দর্শকরা জানেন, রোহিত এবং ফুলকি ভালোবেসে বিয়ে করেনি। বরং একপ্রকার বাধ্য হয়েই সাত পাকে বাঁধা পড়েছিল তারা। তবে বিয়ের পর আস্তে আস্তে একে অপরের কাছাকাছি আসতে শুরু করে দু’জনে। ঠিক সেই সময়ই এন্ট্রি হয় শালিনীর (Shalini)। প্রাক্তন স্ত্রীকে চোখের সামনে দেখে তার কাছে ছুটে যায় রোহিত (Rohit)

   

Phulki serial promo

তবে প্রাক্তন স্ত্রীকে দেখে ক্ষণিকের জন্য দুর্বল হয়ে পড়লেও, শেষ পর্যন্ত স্ত্রী হিসেবে ফুলকিকেই কাছে টেনে নিল রোহিত। ধারাবাহিকের নতুন প্রোমোয় (Promo) দেখা গিয়েছে সেই দৃশ্য। দীপাবলির আগে বিরাট চমক আসতে চলেছে জি বাংলার এই মেগায়।

আরও পড়ুনঃ TRP কমতেই টাটা! ‘অনুরাগের ছোঁয়া’ ছেড়ে ‘আলোর কোলে’তে এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় খলনায়িকা

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘ফুলকি’র নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, রোহিতের হাতে হাত রেখে ফের সবকিছু নতুনভাবে শুরু করার কথা বলে শালিনী। প্রাক্তন স্ত্রীয়ের মুখ থেকে এই কথা শুনে অবাক হয়ে যায় রোহিত। ঠিক সেই সময় চোদ্দ প্রদীপ হাতে সেখানে প্রবেশ করে ফুলকি। তাকে দেখা মাত্রই শালিনীকে ছেড়ে তার কাছে চলে যায় রোহিত।

আরও পড়ুনঃ বধূবরণের পরেও নীলের থেকে চিরতরে মুখ ফেরালো মেঘ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র টানটান উত্তেজনার পর্ব

Phulki serial new promo

ফুলকিকে বেশ কিছু খাবার এবং প্রদীপ নিয়ে দেখে রোহিত জিজ্ঞেস করে এগুলো দিয়ে কী হবে? জবাবে ফুলকি বলে, আজ দাদার সব পছন্দের খাবার বানিয়েছি। আজ অনেকদিন হয়ে গেল দাদা আমাদের মাঝে নেই। বলা হয়, যে মানুষরা আমাদের ছেড়ে চলে গিয়েছে ভূত চতুর্দশীর দিন তারা আবার আমাদের কাছে ফিরে আসে।

প্রয়াত দাদার জন্য ফুলকি এত আয়োজন করেছে দেখে আপ্লুত হয়ে যায় রোহিত। সে বলে, আমায় আর কত ঋণী করবে তুমি ফুলকি? এদিকে রোহিত-ফুলকিকে কাছাকাছি আসতে দেখে হতবাক হয়ে যায় শালিনী। তাহলে কি এভাবেই আস্তে আস্তে প্রেমে পড়বে রোহিত-ফুলকি? জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দা এবং বং ট্রেন্ডের প্রতিবেদনে।