• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্ণার অনুপস্থিতিতে নষ্টামী করে সৃজনকে বিয়ে করবে ঈশা! আবারও কাটবে তার? ফাঁস হাইভোল্টেজ ট্র্যাক

Published on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan will marry Isha

কৃষ্ণা থেকে শুরু করে তিন্নি, ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) সৃজন-পর্ণার বিয়ের ভাঙার চেষ্টা করেছে অনেকে। তবে সফল হয়নি কেউই। কিন্তু এবার মোক্ষম চাল চেলেছে ঈশা। কাজের সূত্রে পর্ণা বাইরে যেতেই সৃজনকে কাছে পাওয়ার ফন্দি আঁটে সে। বাবুউউকে গলা অবধি নেশা করিয়ে মিথ্যে ঘনিষ্ঠতার গল্প শোনাতে চলেছে ঈশা।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) গত পর্বেই দেখানো হয়েছে, পর্ণা আর রুচিরা অ্যাসাইনমেন্টের জন্য বাইরে গিয়েছে। এই সুযোগটাকেই কাজে লাগায় ঈশা। মৌমিতা আর অয়নের সঙ্গে হাত মিলিয়ে সৃজনকে নেশা করায় সে। এরপর বাবুউউকে ঘরে শুইয়ে দিয়ে আসে অয়ন। তারপরেই শুরু হয় ঈশার (Isha) মাস্টারপ্ল্যান।

Neem Phooler Madhu Srijan and Isha

আজকের পর্বে দেখতে পাবেন, নেশাগ্রস্ত সৃজন ঘুমিয়ে পড়তেই কৃষ্ণাকে পুরো প্ল্যানের কথা জানায় মৌমিতা। প্রথমে ইতস্তত করলেও, পরে পর্ণাকে তাড়ানোর জন্য ঈশাকে বাবুউউর সঙ্গে রাত কাটানোর অনুমতি দেয় তার মা। কৃষ্ণা সায় দিতেই প্ল্যানমাফিক সারা রাত সৃজনের পাশে শুয়ে কাটায় ঈশা। শুধু তাই নয়, প্রমাণ হিসেবে সম্পূর্ণ ঘটনা ক্যামেরাবন্দি করে রাখে সে।

আরও পড়ুনঃ ফাটিয়ে দিচ্ছে গীতা LLB-জগদ্ধাত্রী, প্রথম পাঁচেও নেই অনুরাগের ছোঁয়া! দেখুন ওলটপালট TRP তালিকা

অন্যদিকে নেশার ঘোরে থাকায় আগের রাতের সমস্ত ঘটনা ভুলে যায় সৃজন। আগামী পর্বে দেখতে পাবেন, সকাল হতেই সৃজনের সামনে কান্নাকাটি শুরু করে দেয় ঈশা। সে বলে, আমার মান-সম্মান আজ সব কিছু শেষ হয়ে গেল। তখনই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে মৌমিতা।

Neem Phooler Madhu Srijan and Isha in bed

আরও পড়ুনঃ গয়না চুরি যেতেই পাল্টি, শিমুলকে চোর অপবাদে তাড়াবে মধুবালা! টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

ঈশা কান্নাকাটি করছে দেখে বেশ মুষড়ে পড়ে সৃজন। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মৌমিতা বলে, তাকে আর কাঁদতে হবে না। সৃজন তাকে বিয়ে করে সকল অসম্মানের হাত থেকে রক্ষা করবে। অন্যদিকে তখনই পর্ণার হাত থেকে তার সিঁদুরের কৌটোটা পড়ে যায়। সে বুঝতে পারে, কিছু একটা গণ্ডগোল হয়েছে। ঈশার এই মারাত্মক ষড়যন্ত্রের হাত থেকে সৃজনকে কীভাবে বাঁচাবে পর্ণা? সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥