• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপা ফেল, রানীও গেল হেরে! দর্শকদের বিচারে ২০২৩ এ স্টার জলসার সেরা সিরিয়াল কোনটি?

Published on:

Which one is the best serial on Star Jalsha according to audience, স্টার জলসার সেরা বাংলা সিরিয়াল কোনটি

টিআরপি তালিকায় স্টার জলসা (Star Jalsha), জি বাংলার টক্কর চলতেই থাকে। একটা সময় মাসের পর মাস ধরে বেঙ্গল টপারের আসন ধরে রেখেছিল জলসার ‘অনুরাগের ছোঁয়া’। তবে গত কয়েক মাসে খেলা ঘুরিয়ে দিয়েছে জি বাংলা। সূর্য-দীপার মেগাকে (Bengali Serial) সরিয়ে বেঙ্গল টপারের আসন নিজেদের দখলে করেছে জি।

হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে সাম্প্রতিক অতীতে একাধিক নতুন সিরিয়াল শুরু করেছে জলসা। এর মধ্যে রয়েছে ‘তুমি আশেপাশে থাকলে’, ‘কথা’, ‘গীতা এলএলবি’র মতো ধারাবাহিকের নাম। তবে জলসায় সম্প্রচারিত এতগুলো মেগার মধ্যে দর্শকদের সবচেয়ে পছন্দ কোনটি? সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে সেই উত্তর।

Star Jalsha Bengali serial Sandhyatara and Anurager Chhowa, স্টার জলসা বাংলা সিরিয়াল সন্ধ্যাতারা অনুরাগের ছোঁয়া

ইদানীং সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় সিরিয়াল বিষয়ক বিভিন্ন গ্রুপে ভোটাভুটি চলছে। কোন চ্যানেলের কোন ধারাবাহিক সেরা তা নিয়ে সমীক্ষা চালাচ্ছেন অনেকে। সম্প্রতি এমনই একটি গ্রুপের তরফ থেকে জলসার সেরা ধারাবাহিক কোনটি তা জানার জন্য একটি ভোট করা হয়েছিল। সেখানে নাম ছিল, ‘রামপ্রসাদ’, ‘তোমাদের রানী’, ‘গীতা এলএলবি’, ‘কথা’, ‘সন্ধ্যাতারা’, ‘লাভ বিয়ে আজকাল’, ‘অনুরাগের ছোঁয়া’, এবং ‘হরগৌরী পাইস হোটেলে’র নাম।

আরও পড়ুনঃ এবার জব্দ হবে পরাগ-পলাশ! শিমুলের পাশে দাঁড়িয়ে চরম সিদ্ধান্ত নিল মধুবালা, ফাঁস তোলপাড় করা পর্ব

জানলে হয়তো অবাক হবেন, পুরনো সিরিয়ালগুলির বদলে জলসার নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলি নিয়ে দর্শকদের আগ্রহ বেশি। ‘তোমাদের রানী’ এবং ‘গীতা এলএলবি’ এই চ্যানেলের নতুন ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম। তবে সিরিয়ালপ্রেমীরা সবচেয়ে বেশি ভোট দিয়েছে এই দুই সিরিয়ালকে।

Star Jalsha Bengali serial Tomader Rani and Geeta LLB, স্টার জলসা বাংলা সিরিয়াল তোমাদের রানী গীতা এলএলবি

অন্যদিকে টিআরপি তালিকার মতো এই ভোটিংয়েও অনেকখানি পিছিয়ে পড়েছে ‘অনুরাগের ছোঁয়া’। ভোটাভুটির এই প্রক্রিয়ায় ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘কথা’ পেয়েছে মাত্র ১% ভোট। তবে ‘কথা’র সম্প্রচার শুরু হয়েছে সপ্তাহখানেক হল। আর প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় প্রথম পাঁচের মধ্যে স্থান করে নিয়েছে এই মেগা। সেদিক থেকে দেখলে প্রায় দেড় বছর ধরে চলা ‘অনুরাগের ছোঁয়া’র ফলাফল সত্যিই অবাক করা।

আরও পড়ুনঃ কারোর হাজার তো কেউ পায় লাখে, বাংলা সিরিয়ালে সর্বোচ্চ বেতন পায় কোন নায়িকা জানান?

নন প্রাইম টাইমে চলা ‘রামপ্রসাদ’ এবং ‘হরগৌরী পাইস হোটেল’ পেয়েছে ২% ভোট। ‘লাভ বিয়ে আজকাল’ এবং ‘সন্ধ্যাতারা’র ঝুলিতে রয়েছে যথাক্রমে ৩% এবং ১১% ভোট। ৩৯% ভোট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে ‘তোমাদের রানী’ এবং ৪১% ভোট পেয়ে দর্শকদের বিচারে জলসার সেরা ধারাবাহিকের শিরোপা দখল করেছে ‘গীতা এলএলবি’। টানটান উত্তেজনার কাহিনী দেখিয়ে শুরু থেকেই চমক দেখাচ্ছে গীতা-স্বস্তিকের মেগা। ভবিষ্যতে যদি বেঙ্গল টপার হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না বলছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥