• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দত্ত বাড়িতে তুলকালাম, সৃজন-পর্ণার সম্পর্ক ভাঙতে মারাত্মক ষড়যন্ত্র ঈশার! ফাঁস তোলপাড় করা পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan Parna trapped Isha this time

নিত্যনতুন চমক দেওয়ায় সিদ্ধহস্ত জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। সৃজন-পর্ণার জীবনে ওঠাপড়া লেগেই থাকে। ঈশা, মৌমিতাদের চক্রান্তে মাঝেমধ্যেই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। যে কারণে সাময়িক দূরত্ব এলেও, ফের একে অপরের কাছে ফিরে আসে বাবুউউ আর বাবুউউর বউ। তবে এবার পাকাপাকিভাবে সৃজন-পর্ণার সম্পর্ক শেষ করতে মারাত্মক ষড়যন্ত্র করলো ঈশা।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, ঈশা একেবারেই চায় না, সৃজন-পর্ণা সুখে থাকুক। তাদের সংসার ভাঙার জন্য আগেও প্রচুর চক্রান্ত করেছে সে। তবে এবার সব সীমা অতিক্রম করে গেল ঈশা! পর্ণার (Parna) অতীত জীবন নিয়ে টানাটানি শুরু করে সে। আজকের পর্বেই সেই দৃশ্য দেখতে পাবেন দর্শকরা।

Neem Phooler Madhu serial Isha

সম্প্রতি দেখানো হয়েছে, নাতাশা-তরঙ্গকে এক করতে জোটবদ্ধ হয়েছে গোটা দত্ত পরিবার। ঈশা তাদের ফাঁসানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে ঈশাও (Isha) এত সহজে হাল ছাড়তে নারাজ। আজকের পর্বে দেখা যাবে, অনুভব-পর্ণার (Anubhab Parna) বেশ কিছু ছবি দত্ত বাড়িতে পাঠিয়েছে সে।

আরও পড়ুনঃ প্রেমের মাসে ভাঙছে রোহিত-ফুলকির সংসার! ডিভোর্সের প্রোমো প্রকাশ্যে আসতেই মন ভাঙল দর্শকদের

আসলে অনুভব একবার পর্ণাকে প্রেম নিবেদন করেছিল। সেই ছবিগুলো কায়দা করে খুঁজে বের করে ঈশা। এরপর সেগুলো সৃজনের নাম করে দত্ত বাড়িতে পাঠিয়ে দেয়। সৃজনের (Srijan) নামে পার্সেল এসেছে দেখে পর্ণা সঙ্গে সঙ্গে সেটা খুলতে যায়। তবে তখন বাধা দেয় কৃষ্ণা (Krishna)। এরপর পর্ণা গিয়ে সেটা সৃজনের হাতে তুলে দেয়। সেই পার্সেল খোলামাত্রই চমকে ওঠে সৃজন। অনুভব-পর্ণার ছবিগুলো দেখে ভীষণ রেগে যায় বাবুউউ।

Neem Phooler Madhu serial Srijan and Parna

তখন পর্ণা সমস্ত প্রমাণ সহ তাকে পুরো ঘটনা বোঝায়। পাশাপাশি এটাও বলে, তাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য ঈশা এই নতুন চক্রান্ত করেছে। তবে এবার আর স্ত্রীকে ভুল না বুঝে তাকে বিশ্বাস করে সৃজন। তবে পর্ণা বলে, আমাদের মধ্যে যে ঝগড়া হয়নি সেটা কাউকে বুঝতে দিলে চলবে না। আমাদের আরও বেশি করে সবার সামনে ঝামেলা করতে হবে। এদিকে ঈশা মৌমিতা (Moumita) বলে, সৃজন-পর্ণার মধ্যে কী কী হচ্ছে তা দেখতে। সেই কথা মতো, মৌমিতা বাবুউউদের ঘরে কান পাততেই শুনতে পায় তুমুল ঝগড়া করছে বাবুউউ আর তার বউ।

আরও পড়ুনঃ প্রেমদিবসে জুড়বে সূর্য-দীপার ভাঙা সংসার! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ভ্যালেন্টাইন পর্ব

এরপর নীচে নেমে চিৎকার করতে করতে বাড়ির সবাইকে ছবিগুলো দেখায় সৃজন। পর্ণা তখন বোঝাতে চাইলেও সৃজন না বোঝার নাটক করতে থাকে। এদিকে বাড়ির সবাই পর্ণাকে বাজে কথা বলতে থাকে। এসব দেখে বেশ খুশি হয় বাবুউউর মা। তখন পর্ণা মিছিমিছি নাটক করে বলে, এর চেয়ে অনুভবকে বিয়ে করলেই ভালো হতো। তারপর গেট খুলে বাইরে চলে যায়। মৌমিতা ভাবে, এবার বেশ বড়সড় ঝামেলা লেগেছে দু’জনের মধ্যে। আর ঠিক হওয়ার কোনও ব্যাপার নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥