• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাত্তাও পাবে না ঈশা, দত্তবাড়িতে তুলকালাম করতে হাজির ‘পর্ণা ২’, ফাঁস হাইভোল্টেজ এপিসোড

Published on:

Parna’s twin sister might enter Zee Bangla Bengali serial Neem Phooler Madhu

নিত্যনতুন চমক দেওয়ায় জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) জুড়ি মেলা ভার। সিরিয়ালে এই মুহূর্তে সৃজন-পর্ণার বিচ্ছেদের ট্র্যাক চলছে। ঈশার চক্রান্তে এখন পথ আলাদা হয়েছে দু’জনের। তবে পর্ণাও হাল ছাড়তে নারাজ। সৃজনের মুখ থেকে ডিভোর্সের কারণ জানার জন্য মিথ্যে বিয়ের নাটক শুরু করেছে সে।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, অন্য একজনের সঙ্গে পর্ণার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সৃজনের ঠাম্মি জানিয়ে দিয়েছে, দু’দিনের মধ্যে যে শুভ লগ্ন আছে তাতেই সাত পাকে বাঁধা পড়বে পর্ণা (Parna)। একথা শোনার পর থেকেই মন আনচান করছে বাবুউউ সৃজনের (Srijan)। ভালোবাসার মানুষের বিয়ে আটকানোর জন্য একেবারে উঠেপড়ে লেগেছে সে।

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan gets jealous seeing Parna’s marriage arrangements

একদিকে যখন সৃজন-পর্ণার সম্পর্কের টানাপোড়েন চরমে উঠেছে, তখন নেটপাড়ায় শোরগোল ফেলে দিল ধারাবাহিকের আগাম ট্র্যাক! শোনা যাচ্ছে, এবার ডাবল রোলে দেখা যাবে পর্ণাকে। জি বাংলার ‘মিঠাই’ সিরিয়ালে যেমন মিঠাই এবং মিঠিকে দেখেছিলেন দর্শকরা, ঠিক তেমন কিছুই এবার ‘নিম ফুলের মধু’তে দেখা যেতে পাবে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুনঃ মিশকার বুদ্ধিতে দীপার সর্বনাশ করবে সূর্য, হাতেনাতে ধরল অর্জুন! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

শীঘ্রই নাকি সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছে পর্ণার যমজ বোন! সব দিক থেকে সে পর্ণার বিপরীত। সম্প্রতি প্যান্ট-শার্ট পরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন পল্লবী শর্মা (Pallavi Sharma)। শাড়ি ছেড়ে পর্দার পর্ণাকে এই লুকে দেখে বেশ অবাক হয়ে যান দর্শকরা। সেই সঙ্গেই ধারাবাহিকের আগাম ট্র্যাক নিয়ে শুরু হয় নানান জল্পনা-কল্পনা।

Neem Phooler Madhu Parna

অনেকের মনেই প্রশ্ন জেগেছে, সিরিয়ালে কি তাহলে পর্ণার যমজ বোনের এন্ট্রি হতে চলেছে? নাকি শাড়ি ছেড়ে ভোলবদল হতে চলেছে বাবুউউউর বউয়ের? কেউ কেউ আবার বলছেন, পল্লবীর এই লুকের সঙ্গে সিরিয়ালের ট্র্যাকের কোনও যোগই নেই।

আরও পড়ুনঃ পারি পাগলিকেও ছাপিয়ে গিয়েছে! ‘পুতুল’ শ্রীতমার প্রশংসায় পঞ্চমুখ অপরাজিতা আঢ্য


সব মিলিয়ে, পল্লবীর প্যান্ট-শার্ট পরা ছবি দেখে নানান রকম জল্পনা-কল্পনা চলছে নেটপাড়ায়। তবে সত্যি সত্যিই ‘নিম ফুলের মধু’তে পর্ণার যমজ বোনের এন্ট্রি কিংবা ভোলবদল দেখানো হবে কিনা তা জানা যায়নি এখনও। সৃজন-পর্ণার জীবন আগামী দিনে কোন মোড় নেবে তা জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দা এবং বং ট্রেন্ডের প্রতিবেদনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥