• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খুনিকে ধরতে গিয়ে হাঁড়িকাঠে মিতুল, নায়িকার মৃত্যুতেই শেষ হবে খেলনা বাড়ি! ফাঁস মোড়ঘোরানো পর্ব

Updated on:

Zee Bangla Khelna Bari New promo Mitul About to die Viral Episode Video

কয়েকমাস আগে অবধি টিআরপি (TRP) তালিকায় ছক্কা হাঁকালেও এখন ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) এর জনপ্রিয়তায় অনেকটাই ভাটা পড়েছে। ডাকাবুকো মিতুল পালের গল্প নিয়ে এখন তেমন চর্চাও চোখে পড়ে না সোশ্যাল মিডিয়ায়। তাই খুব শীঘ্রই এই ধারাবাহিক (Bengali Serial) বন্ধ করতে চলেছে জি বাংলা (Zee Bangla)। তবে শেষের আগে বিরাট চমক নিয়ে এল ‘খেলনা বাড়ি’।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ইন্দ্র-মিতুলের ধারাবাহিকের নতুন প্রোমো (Promo)। সেখানে দেখা যাচ্ছে, হাঁড়িকাঠে বলি দেওয়া হতে চলেছে মিতুলকে। প্রাণ বাঁচাতে চিৎকার করছে মিতুল। এই প্রোমো দেখার পর থেকেই বেশ চিন্তায় পড়ে গিয়েছে দর্শকরা। তাহলে কি নায়িকার মৃত্যু দেখিয়েই শেষ হবে সিরিয়াল? অনেকের মনে উঁকি দিয়েছে এই প্রশ্ন।

Khelna Bari serial Mitul

‘খেলনা বাড়ি’র নিয়মিত দর্শকরা জানেন, মিতুল (Mitul) এই মুহূর্তে মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে বেশ চিন্তায় আছে। আসলে বিয়ের পর থেকেই গুগলির ওপর দিয়ে একের পর এক ঝড় যাচ্ছে। আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে সে। যে কারণে বারবার হাসপাতালে ছুটতে হচ্ছে। মেয়ের এমন অবস্থা দেখে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ভুগছে মিতুল।

আরও পড়ুনঃ দীপাবলির আগেই ধামাকা! সেরার দৌড়ে জ্যাস-ফুলকি, প্রথম পাঁচেও নেই দীপা, রইল ওলটপালট TRP তালিকা

এসবের মাঝেই প্রকাশ্যে চলে এল ‘খেলনা বাড়ি’র হাইভোল্টেজ প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, হাঁড়িকাঠে মাথা দিয়ে রয়েছে মিতুল। কে তাকে জঙ্গলের মাঝে বলি দিতে নিয়ে এসেছে তা কিছুতেই বুঝতে পারে না সে। চিৎকার করে তাই বারবার এই প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে মিতুল।

আরও পড়ুনঃ আবারও ভাঙছে সুখের সংসার, স্বামী-সন্তান ছেড়ে মিশকাকে আপন করল দীপা! ফাঁস আজকের তুলকালাম পর্ব

Khelna Bari serial Mitul and Manorama, Khelna Bari promo

এরপর দেখা যায় গাছপালা সরিয়ে গান গাইতে গাইতে বেরিয়ে আসছে গুগলির শাশুড়ি মনোরমা। সে মিতুলকে বলে, গুগলিকে তো তুমি বাঁচালে, কিন্তু এবার তোমায় কে বাঁচাবে? জবাবে মিতুল বলে, ভোলেবাবা চাইলে তিনিই আমায় রক্ষা করবেন।

একথা শোনার পর মনোরমা খাঁড়া দিয়ে মিতুলের শিরচ্ছেদ করতে যায়। কী হবে এরপর? মেয়েকে বাঁচাতে গিয়ে তাহলে কি প্রাণ যাবে মিতুলের? নায়িকার মৃত্যু দেখিয়েই শেষ হবে ‘খেলনা বাড়ি’র সফর? নাকি শেষ মুহূর্তে জয় হবে মিতুলের বিশ্বাসের? ভোলেবাবাই রক্ষা করবে তাকে? যা নিয়ে জোর চর্চা হচ্ছে নেটপাড়ায়। এবার দেখা যাক, শেষ হওয়ার আগে কী চমক নিয়ে আসে ‘খেলনা বাড়ি’ নির্মাতারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥