• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চার বছর পর ফিরছেন ছোটপর্দায়! নতুন লুকে ‘সুখবর’ দিলেন ‘ভালোবাসা ডট কম’ খ্যাত মধুবনী

Updated on:

Madhubani Goswami,Comeback,Shyama,Sun Bangla,Bengali serial,Serial,Television,TV serial,Entertainment,Entertainment news,Bangla khobor,মধুবনী গোস্বামী,কামব্যাক,শ্যামা,সান বাংলা,বাংলা সিরিয়াল,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Madhubani Goswami comeback,Madhubani Goswami Shyama,মধুবনী গোস্বামীর কামব্যাক,মধুবনী গোস্বামী শ্যামা

Madhubani Goswami comeback in TV Serial : বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। স্টার জলসার (Star Jalsha) ‘ভালোবাসা ডট কম’ (Bhalobasha Dot Com) ধারাবাহিকে ‘তোড়া’ চরিত্রে অভিনয় করে অগুনতি মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি। এখনও বহু সিরিয়ালপ্রেমী মানুষ তাঁকে ‘তোড়া’ নামেই চেনে। মধুবনীকে শেষ সিরিয়ালে দেখা গিয়েছিল ২০১৯ সালে। এরপর আর কোনও সিরিয়ালে (Bengali Serial) দেখা যায়নি তাঁকে। অবশেষে ৪ বছরের অপেক্ষা শেষে ফের নতুন সিরিয়াল নিয়ে আসছেন অভিনেত্রী।

গত ৪ বছর অনেকটা বদলেছে মধুবনীর জীবন। মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন অভিনেত্রী। তাই বেশ অনেকটা সময় লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে আছেন তিনি। মাঝখানে অবশ্য গুঞ্জন শোনা গিয়েছিল, স্বামী রাজা গোস্বামীর (Raja Goswami) জন্য নাকি অভিনয় জগতে ফিরতে পারছেন না পর্দার তোড়া। যদিও সেসব কথা যে একেবারেই ভুয়ো তা তখনই স্পষ্ট করে দিয়েছিলেন অভিনেত্রী। এবার তাঁর ছোটপর্দায় কামব্যাকের (Comeback) পর সেকথা প্রমাণিতও হয়ে গেল।

Raja Goswami and Madhubani Goswami, Madhubani Goswami comeback

সদ্য সান বাংলার (Sun Bangla) পর্দায় শুরু হয়েছে ‘শ্যামা’ (Shyama) ধারাবাহিকটি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন হানি বাফনা (Honey Bafna) এবং টুম্পা ঘোষ (Tumpa Ghosh)। সেই সিরিয়ালেই ‘শ্যামা মায়ের’ চরিত্রে অভিনয় করছেন মধুবনী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন লুকের ভিডিও শেয়ার করে সুখবর দিয়েছেন তিনি নিজে।

আরও পড়ুনঃ শট দিতে গিয়ে ভাইয়ের মুখটাই মনে পড়ে! পুতুল চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন শ্রীতমা

Madhubani Goswami Shyama, Madhubani Goswami comeback, Madhubani Goshwami new serial

এই প্রসঙ্গে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে মধুবনী বলেন, ‘এই চার বছর আমি অনেক সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়েছি। অনেকে মুখ্য চরিত্রে অভিনয় করার জন্যেও বলেছিলেন। তবে কেশব হওয়ার পর আমার নিজেরই মনে হয়েছিল ছেলেকে সময় দেওয়াটা জরুরি। আর আমার ছেলে যেহেতু করোনা পরিস্থিতির সময় হয়েছে, তাই বাইরের কাউকে রাখিনি ওকে দেখাশোনার জন্য। আর এই নতুন সিরিয়ালে আমায় রোজ ১৪ ঘণ্টা সময় দিতে হবে। মাসে ৭-৮ দিন শ্যুট করলেই হবে। তাই আমার মনে হল, এটায় আমার কাজে ফেরাও হল, আর কেশবকেও সময় দিতে পারবো’।

আরও পড়ুনঃ TRP তালিকায় অসময়ে কালবৈশাখী! হেভিওয়েট টলিউড নায়িকাকে নিয়ে নতুন সিরিয়াল আনছেন লীনা গাঙ্গুলী


প্রসঙ্গত, রাজাও এই মুহূর্তে সান বাংলার একটি ধারাবাহিকেই অভিনয় করছেন। সেই সিরিয়ালের নাম ‘বিয়ের ফুল’। সেখানে জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাসের বিপরীতে দেখা যাচ্ছে তাঁকে। এবার মধুবনীকেও একই চ্যানেলের অন্য একটি ধারাবাহিকে দেখতে পাবেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥