• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরাগের বিরুদ্ধে অভিযোগ নেই! বিষ খাওয়ানোর পরেও ক্ষমা করল শিমুল, টিভির আগেই ফাঁস ‘ধামাকা’ পর্ব

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় এমন বেশ কয়েকটি ধারাবাহিক (Bengali Serial) হচ্ছে যেগুলি থেকে চোখ ফেরানো রীতিমতো মুশকিল হয়ে গিয়েছে, এমনই একটি সিরিয়াল হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। সম্প্রতি প্রকাশ পাওয়া টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকাও তাই বলছে। শিমুলের জীবনের ওঠাপড়া দেখতে ভীষণ পছন্দ করছেন দর্শকরা। মেয়েদের জীবনের সংগ্রামের কাহিনী অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে অর্ক গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকে।

‘কার কাছে কই মনের কথা’ যারা রোজ দেখে তাঁরা জানেন, ধুমধাম করে পাড়ায় দুর্গাপুজোর আয়োজন করেছিল শিমুল (Shimul), মধুবালারা। সবার সঙ্গে প্রাণ খুলে আনন্দ করছিল শাশুড়ি-বৌমা। কিন্তু সেটাই সহ্য করতে পারেনি পরাগ-পলাশ। সেই জন্য বিজয়া দশমীর দিন সিদ্ধিতে বিষ মিশিয়ে শিমুলকে খাইয়ে দেয় তারা।

   

Kar Kache Koi Moner Kotha Parag Palash Scared after Poisoning Shimul

বিষ মেশানো সিদ্ধি খাওয়ার পরেও জ্ঞান হারায় শিমুল। অনেকক্ষণ পরেও চোখ না খোলায় তাকে হাসপাতালে নিয়ে যায় পাড়ার সকলে। এরপর শিমুলের চিকিৎসা করা হলে জানা যায় তার পেটে বিষ পাওয়া গিয়েছে। সেকথা শোনার পর হতবাক হয়ে যায় সকলে। অন্যদিকে ধরা পড়ে যাওয়ার ভয়ে কান্নাকাটির নাটক শুরু করে পরাগ (Parag)

আরও পড়ুনঃ আত্মসম্মান আগে! বরণ থামিয়ে মীনাক্ষীকে উচিত শিক্ষা দিল মেঘ, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ব্লকবাস্টার পর্ব

তবে বিপাশা (Bipasha) সেসব দেখে গলার পাত্রী নয়। সে সাফ বলে, এই মামলা থানা অবধি গড়াবে। শিমুলকে যে বিষ খাইয়েছে সে শাস্তি পাবেন। আজকের পর্বে দেখতে পাবেন, থানায় গিয়ে পুলিশকে সম্পূর্ণ ঘটনা জানায় বিপাশা। সেই সঙ্গেই সন্দেহের তালিকায় থাকা পরাগ-পলাশের নামও অফিসারকে বলে দেয়।

আরও পড়ুনঃ ১৫ লক্ষের প্রতারণা! সৌরভ সঞ্চালিত ‘দাদাগিরি’ বিরুদ্ধে বিস্ফোরক ‘সিজেন ৯’ বিজেতা মইনুদ্দিন

Kar Kache Koi Moner Kotha Bipasha in police station

পরাগ এবং পলাশ কীভাবে শিমুলের ওপর অত্যাচার করতো সেই কাহিনী পুলিশকে খুলে বলে বিপাশা। তবে বিপাশা এতকিছু করলেও, পিছিয়ে আসে শিমুল। অতীতে স্বামীর বিরুদ্ধে পুলিশে গেলেও এবার সে পরাগকে দোষারোপ না করার সিদ্ধান্ত নেয়।

আগামী পর্বে দেখা যাবে, বিপাশারা যেখানে শিমুলের হয়ে এত লড়াই করছে, সেখানে শিমুল মধুবালাকে বলে, যতক্ষণ পর্যন্ত কিছু প্রমাণ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কারোর ওপর সন্দেহ করা, কিংবা কাউকে দোষারোপ করা ঠিক নয়। তাহলে কি স্রেফ শাশুড়ি মায়ের জন্য পরাগ-পলাশকে মাফ করে দেবে শিমুল?