• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর সহ্য নয় ‘অমানুষ’ পরাগকে শায়েস্তা করতে ব্ল্যাকমেল করবে শিমুল! ফাঁস ধামাকা পর্বের আগাম ঝলক

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul blackmails Parag for money

টিআরপি তালিকা আর সিরিয়ালপ্রেমী দর্শকদের মন- দুই জায়গাতেই এখন রাজত্ব করছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি। গত সপ্তাহে সবাইকে টেক্কা দিয়ে বেঙ্গল টপারের শিরোপা দখল করেছিল এই সিরিয়াল (Bengali Serial)। এবার সেই স্থান ধরে রাখতে আরও বড় টুইস্ট আনতে চলেছেন নির্মাতারা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, পরাগ (Parag), পলাশ এবং প্রতীক্ষা মিলে শিমুলকে (Shimul) প্রাণে মারার চেষ্টা করেছিল। বিজয়া দশমীর দিন বিষ খাইয়ে দিয়েছিল তাকে। যদিও তাদের সেই আশা পূরণ হয়নি। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি শিমুল। বিপাশা, সুচরিতা, শীর্ষাদের সাহায্যে ফের নতুন জীবন পেয়েছে সে। এমনকি হাসপাতাল থেকে শিমুলকে ছাড়িয়ে আনার টাকাটাও তারাই দিয়েছে।

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul decided to forgive Parag

এটুকুই নয়, আসল অপরাধীকে ধরার জন্য থানায় কেসও করেছিল বিপাশারা। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরতেই পাল্টি মারে শিমুল। পরাগ-পলাশকে গ্রেফতার করানোর জায়গায় পুলিশের কাছে সে বলে, সে নিজেই বিষ খেয়েছিল। শিমুলের এই ব্যবহার দেখে হতবাক হয়ে যায় বিপাশারা। তবে এবার জানা গেল শিমুলের এই সিদ্ধান্তের নেপথ্যের আসল কারণ।

আরও পড়ুনঃ রোহিতকে কষ্ট দেওয়া! ভাঙা কাঁচের বোতল নিয়ে শালিনীকে তাড়া ফুলকির, টিভির আগে ফাঁস ধুন্ধুমার পর্ব

Kar Kache Koi Moner Kotha Shimul 2

আরও পড়ুনঃ ফুলকি শিমুলের দাপটে ছিটকে গেল দীপা, কোথায় জগদ্ধাত্রী? লেটেস্ট TRP লিস্ট দেখে মাথাই নষ্ট দর্শকদের

ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন, শিমুল পরাগকে বলছে, আমি জানি তুমি আসল অপরাধী। আর সেই জন্য আমার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা তোমায় করতে হবে না। আজ যদি পুলিশ তোমায় ধরে নিয়ে যেত এবং তোমায় ছাড়ানোর জন্য পাঁচ লাখ টাকা চাইতো, তাহলে তো তোমায় দিতে হতো বলো? তাই তুমি যদি নিজের ভালো চাও তাহলে আমায় পাঁচ লাখ টাকা দাও।

এখানেই শেষ হয়নি শিমুলের দাবি। সে বলে, আগামী দিনে নিজের বেতনের অর্ধেকটা তুমি আমার হাতে তুলে দেবে। আর যদি সেটা না করো তাহলে কিন্তু আমি আবার কেসটাকে খুলবো। স্ত্রীয়ের মুখে এসব কথা শুনে হতভম্ব হয়ে যায় পরাগ। কিন্তু কেন আচমকা স্বামীকে ব্ল্যাকমেল করে এতগুলো টাকা চাইছে শিমুল? সেটাই এখন দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥