• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্বাশুড়ির মত পাল্টি মেরে শিমুলের দলে প্রতীক্ষাও! আসছে জব্বর টুইস্ট, টিভির আগেই ফাঁস হল পর্ব

Updated on:

Zee Bangla,Bengali serial,Kar Kache Koi Moner Kotha,Shimul,Pratiksha,Serial,Television,TV serial,জি বাংলা,বাংলা সিরিয়াল,কার কাছে কই মনের কথা,শিমুল,প্রতীক্ষা,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,Entertainment,Entertainment news,Bangla khobor,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। সোশ্যাল মিডিয়া খুললেই এই সিরিয়াল নিয়ে চর্চা চোখে পড়ে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই মেগার টিআরপি (TRP)। এবার এই ধারাবাহিকেই আসতে চলেছে একটি বিরাট চমক। কারণ সিরিয়ালের অন্যতম খলনায়িকা এবার পজিটিভ হতে চলেছে!

‘কার কাছে কই মনের কথা’ যারা রোজ দেখেন তাঁরা জানেন, বিয়ে করে শ্বশুরবাড়ি আসার পর থেকে শারীরিক এবং মানসিক অত্যাচারের সম্মুখীন হচ্ছে শিমুল (Shimul)। প্রথমে ননদ পুতুল ছাড়া আর কেউ তার পাশে ছিল না। এখন অবশ্য শাশুড়ি মধুবালাও ভালো হয়ে গিয়েছে। তবে স্বামী পরাগ, দেওর পলাশ এবং দেওরের হবু স্ত্রী প্রতীক্ষা (Pratiksha) এখনও শিমুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Pratiksha

পলাশ এবং প্রতীক্ষা মিলেই শতদ্রুর সঙ্গে শিমুলের চরিত্রের বদনাম দেওয়ার চেষ্টা করেছিল। যদিও শিমুল এখন সেকথা জেনে গিয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি সে প্রতীক্ষার চাকরি খেয়ে নেওয়ার হুমকিও দিয়েছে। এসবের মাঝেই প্রকাশ্যে চলে এল ধারাবাহিকের আগাম ট্র্যাক!

আরও পড়ুনঃ মেঘের ক্ষতি চেয়ে আর খেতে হবে না গালমন্দ! অভিনয় ছেড়ে পেশা বদল করছেন ‘ইচ্ছে পুতুল’র ময়ূরী

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘কার কাছে কই মনের কথা’র একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শিমুল এবং তার বান্ধবীদের পাশে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে প্রতীক্ষাও। প্রত্যেকের হাতে রয়েছে প্রদীপ। তাহলে কি পুজোর আগেই শয়তানি ছেড়ে শিমুলদের দলে যোগ দিল প্রতীক্ষা? ভাইরাল ছবি দেখে অনেকের মনেই জেগেছে এই প্রশ্ন। পাশাপাশি সিরিয়ালের আগাম ট্র্যাক নিয়েও আগ্রহ বেড়েছে।

আরও পড়ুনঃ রূপ-ময়ূরীর পর্দাফাঁস, মেঘের সাথে গাঙ্গুলী বাড়ি ফিরবে গিনি! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha cover promo

তাই জানিয়ে রাখি, সত্যিই সিরিয়ালে প্রতীক্ষার ভালো হয়ে যাওয়ার ট্র্যাক আসছে কিনা তা এখনও জানা যায়নি। নেটমাধ্যমে যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি ‘কার কাছে কই মনের কথা’র একটি কভার প্রোমো। সেখানেই দেখা গিয়েছে শিমুল, সুচরিতা, বিপাশাদের সঙ্গে পুজোর আনন্দে মেতে উঠেছে প্রতীক্ষা। ধারাবাহিকেও তাকে খলনায়িকা থেকে পজিটিভ করে দেওয়া হবে কিনা তা জানার জন্য আপাতত অপেক্ষা করতে হবে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥