• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাপের ফল! চুরির দায়ে গ্রেফতার পরাগ-প্রিয়াঙ্কা, আগাম পর্ব ফাঁস হতেই সাবাশ শিমুল বলছে নেটপাড়া

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Parag Priyanka got arrested

শতদ্রু যে নির্দোষ তা প্রমাণ করে দিল ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) শিমুল। পরাগ, প্রিয়াঙ্কারা প্ল্যান করে শতদ্রুর ঘাড়ে গয়না চুরির মিথ্যে অপবাদ দিয়েছিল। যে কারণে গ্রেফতার করা হয় তাকে। তবে শিমুল জানতো তার প্রাক্তন প্রেমিক নির্দোষ। সে কথা দিয়েছিল, আসল দোষীদের সে শাস্তি দিয়েই ছাড়বে। শতদ্রুকে দেওয়া সেই কথা রাখলো শিমুল।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, শিমুলের মন জয় করতে তার সামনে ভালো সাজার নাটক শুরু করেছিল পরাগ, পলাশ, প্রতীক্ষারা। এই বুদ্ধিটা অবশ্য দিয়েছিল প্রিয়াঙ্কা। স্বামী-দেওরের আচমকা ভালো হয়ে যাওয়া দেখে প্রথমে কিছুটা খটকা লাগে শিমুলের। পরে শতদ্রুর ঘাড়ে গয়না চুরির অপবাদ দিতেই পুরো প্ল্যান বুঝে যায় সে।

Kar Kache Koi Moner Kotha Shatadru in jail

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, শতদ্রু (Shatadru) গ্রেফতার হওয়ার পর থেকে শিমুলকে (Shimul) সবাই ভুল বুঝছিল। আবারো ছেলেদের কথায় ফেঁসে বড় বৌমাকে খারাপ ভাবতে শুরু করেছিল মধুবালা। তবে শিমুল প্রমাণ করে দিল সে কোনও ভুল করেনি। সেই সঙ্গেই শতদ্রুর ওপর থেকে ‘চোর’ তকমা মুছে দিল সে।

আরও পড়ুনঃ তারা একা নয়, আকাশনীলের সন্তানের মা হতে চলেছে সন্ধ্যাও! টিভির আগেই ফাঁস তুলকালাম টুইস্ট

আজকের পর্বে দেখতে পাবেন, অনুষ্ঠানের মাঝেই ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার রেজাল্ট নিয়ে আসে পুলিশ। তাদের দেখে ভয়ে মুখ শুকিয়ে যায় পরাগ-প্রিয়াঙ্কার। পুলিশ অফিসার জানায়, আলমারি এবং গয়নার ব্যাগে শিমুল ছাড়াও প্রিয়াঙ্কার (Priyanka) হাতের ছাপ পাওয়া গিয়েছে। আর তিনিই হলেন মূল অপরাধী। এবার তাকে গ্রেফতার করা হবে।

Kar Kache Koi Moner Kotha Priyanka scared

একথা শুনে কাঁদতে শুরু করে প্রিয়াঙ্কা। তখন শিমুল বলে, প্রিয়াঙ্কা একা নয়, এই চক্রান্তের সঙ্গে জড়িয়ে আছে পরাগও (Parag)। তাহলে তার কী হবে? অফিসার তখন জানায়, পরাগকেও গ্রেফতার করা হবে। স্ত্রীর এমন রণংদেবী অবতার দেখে হতবাক হয়ে যায় পরাগ।

আরও পড়ুনঃ নতুনের ভিড়ে চোখে সর্ষে ফুল দীপার! ফুলকি না জগদ্ধাত্রী বাংলার সেরা কে? রইল ওলটপালট TRP তালিকা

এদিকে গ্রেফতারির হাত থেকে বাঁচতে শিমুলের কাছে অনুরোধ করে প্রিয়াঙ্কা। সে বলে, আমি অবিবাহিত। বাড়ি থেকে পাত্র দেখা চলছে। বিয়ে হয়নি বলে শিমুলের কাছে অনেক কাকুতি মিনতি করতে থাকে সে। প্রিয়াঙ্কার এই নাটক দেখে শিমুল বলে, তুমি তো নিজের জন্য পাত্র খুঁজে নিয়েছো। তার সঙ্গেই তো তুমি যাচ্ছ। যাও জেলে গিয়ে এবার প্রি-ওয়েডিং হানিমুনটা সেরে এসো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥