• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তারা একা নয়, আকাশনীলের সন্তানের মা হতে চলেছে সন্ধ্যাও! টিভির আগেই ফাঁস তুলকালাম টুইস্ট

Published on:

Star Jalsha Bengali serial Sandhyatara Sandhya will be pregnant with Akashneel’s child

বোনের সুখের জন্য নিজের স্বামী-সংসার বিসর্জন দিতে রাজি হয়ে গিয়েছে ‘সন্ধ্যাতারা’র (Sandhyatara) সন্ধ্যা। এতদিন ধরে যে মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল, এখন তাকেই নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে সে। এদিকে বিয়ের পর থেকে সন্ধ্যার সঙ্গে দুর্ব্যবহার করলেও এখন তাকেই ভালোবেসে ফেলেছে আকাশনীল।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) সাম্প্রতিক পর্বে দেখানো হয়, তারা এবং আকাশনীলের সম্পর্কের কথা জানতে পেরে যায় সন্ধ্যা। বোনের গর্ভে হুলোবাবুর সন্তান আছে জানামাত্রই ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় সে। এদিকে আকাশনীল আবার বুঝে যায় সে এখন সন্ধ্যাকে ভালোবাসে। সন্ধ্যাকে সেকথা বললেও সে নিজের সিদ্ধান্তে অনড় থাকে।

Sandhyatara serial Sandhya and Akashneel

আকাশনীলকে নিজের মাথার দিব্যি দিয়ে ডিভোর্সের জন্য রাজি করায় সন্ধ্যা (Sandhya)। নিজের কষ্ট বুকে চেপে বোনের সঙ্গে স্বামীর বিয়ে দেওয়ার তোরজোড় শুরু করে দেয় সে। এসবের মাঝেই ফাঁস হয়ে গেল ধারাবাহিকের আসন্ন টুইস্ট।

আরও পড়ুনঃ ‘টাকা আর শোওয়া’ ছাড়া মেলে না কাজ! বাংলা সিরিয়াল নিয়ে বোমা ফাটালেন ‘জিষ্ণু’ শমীক

তারা এবং আকাশনীলের (Akashneel) বিয়ের সিদ্ধান্তে একেবারেই খুশি নন বিজয়া মাঠান। যেভাবে হোক এই বিয়ে আটকাতে চান তিনি। এরপর বিয়ের দিন জানা যায়, তারার (Tara) গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গিয়েছে। একইসঙ্গে সামনে আসে সন্ধ্যার অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

Sandhyatara serial Sandhya

দর্শকরা ইতিমধ্যেই দেখেছেন, নেশার ঘোরে ঘনিষ্ঠ হয়েছিল সন্ধ্যা এবং আকাশনীল। সেই রাতের ঘটনার জেরে গর্ভবতী হয়ে পড়ে সন্ধ্যা। কিন্তু তা সত্ত্বেও আকাশনীলের জীবন থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। কাঞ্জিলাল বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যায় সন্ধ্যা।

আরও পড়ুনঃ বরের কপালে দিলাম ফোঁটা! বাংলা সিরিয়ালে স্বামী-স্ত্রীর ভাইফোঁটা দেখে হাসির রোল নেটপাড়ায়

এদিকে আবার আজ ‘সন্ধ্যাতারা’য় এন্ট্রি নিতে চলেছে নতুন নায়ক। যে চরিত্রে দেখা যাবে, ‘ইচ্ছে পুতুল’র জিষ্ণু অভিনেতা শমীক চক্রবর্তীকে। দর্শকদের অনুমান, এই নায়কের সঙ্গে বিয়ে হবে তারার। অপরদিকে গর্ভবতী সন্ধ্যাকে ফের বাড়ি ফিরিয়ে আনবে বিজয়া মাঠান এবং আকাশনীল। যদি সত্যি সত্যিই ধারাবাহিকে এমনটা দেখানো হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥