• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডিভোর্স হতেই তৃতীয় বিয়ের পিঁড়িতে কাঞ্চন! শ্রীময়ীর গলায় মালা দিচ্ছেন কবে? ফাঁস দিনক্ষণ

Updated on:

Kanchan Mullick,Sreemoyee Chattoraj,Wedding,Kanchan Sreemoyee,Tollywood,Tollywood news,কাঞ্চন মল্লিক,শ্রীময়ী চট্টরাজ,বিয়ে,কাঞ্চন শ্রীময়ী,টলিউড,টলিউডের খবর,Kanchan Sreemoyee wedding,Kanchan Mullick Sreemoyee Chattoraj,কাঞ্চন শ্রীময়ীর বিয়ে,কাঞ্চন মল্লিক শ্রীময়ী চট্টরাজ

দিনদুয়েক হল সামনে এসেছে কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) দ্বিতীয় ডিভোর্সের (Divorce) কথা। অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে অভিনেতার। তারকাজুটির বিচ্ছেদে শিলমোহর দিয়ে দিয়েছে আদালত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের (Kanchan Sreemoyee Wedding) খবর! হ্যাঁ, ঠিকই দেখছেন। যাবতীয় জল্পনা সত্যি করে এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিপাড়ার এই চর্চিত জুটি।

ইন্ডাস্ট্রির (Tollywood) অন্দরে কান পাতলে শোনা যায়, আগামী ৬ মার্চ পরিণয় সূত্রে আবদ্ধ হবেন কাঞ্চন-শ্রীময়ী (Kanchan Sreemoyee)। অভিনেত্রী এটি প্রথম বিয়ে। তবে অভিনেতা এর আগেও দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। অনিন্দিতা দাসের সঙ্গে সংসার ভাঙার পর পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন তিনি। কাঞ্চন এবং পিঙ্কির এক ছেলেও রয়েছে। বিবাহবিচ্ছেদের পর একমাত্র সন্তানের কাস্টডি পেয়েছেন পিঙ্কি।

Kanchan Mullick Pinky Banerjee with their son

এদিকে দ্বিতীয় বিবাহবিচ্ছেদ হতেই শোনা যাচ্ছে, নতুন ইনিংসের তোরজোড় শুরু করে দিয়েছেন কাঞ্চন। পাত্র-পাত্রী কেউ এই বিষয়ে মুখ না খুললেও, শোনা যাচ্ছে বিয়ের দিনক্ষণ ইতিমধ্যেই পাকা হয়ে গিয়েছে। আগামী ৬ মার্চ তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে খবর। এই মুহূর্তে জোরকদমে বিয়ের প্রস্তুতি চালাচ্ছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। শপিং চলছে, সেই সঙ্গেই ঠিক করে ফেলেছেন মেক আপ আর্টিস্টও।

আরও পড়ুনঃ শুটিং ফ্লোরে টলিকুইন ঋতুপর্ণাকেও ‘নাকের জলে চোখের জলে’ করে ছেড়েছিলেন দুলাল লাহিড়ী!

প্রসঙ্গত, কাঞ্চন-পিঙ্কির ডিভোর্স সম্প্রতি হলেও দু’জনের দাম্পত্য জীবনে দূরত্ব এসেছিল বহু বছর আগেই। অভিনেতা অভিযোগ করেছিলেন, ৯ বছরের বৈবাহিক জীবনে মাত্র ২০ দিন নাকি একত্রে সংসার করেছিলেন তাঁরা। কাঞ্চনের পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ার দরুন বিয়ের পর থেকে নাকি আলাদাই থাকতেন পিঙ্কি।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj celebrated Rash Purnima together

এদিকে পুজো, জন্মদিন থেকে শুরু করে নৈশ পার্টি, সর্বদা একসঙ্গে দেখা যেত কাঞ্চন-শ্রীময়ীকে। যদিও প্রকাশ্যে অভিনেতাকে বরাবর ‘দাদা’ বলেই সম্বোধন করেছেন অভিনেত্রী। বহুবার বলেছেন, তাঁদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। কয়েক মাস আগে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় শ্রীময়ী বলেছিলেন, ‘আমার সঙ্গে অনেক বছর হয়ে গেল (কাঞ্চনের) এই বন্ধুত্ব, ১০-১২ বছর। আমায় অনেক ছোট থেকে কাঞ্চন চেনে। আমাদের এই বন্ধুত্ব এত গভীর হতো না, আসলে কাঞ্চনদার মা মারা যাওয়ার পর আমি দেখেছিলাম ওনাকে কীভাবে একাকীত্ব গ্রাস করেছিল’।

আরও পড়ুনঃ টেলিভিশনে এই প্রথম, ‘দিদি নং ১’এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী! এই দিনে হবে সম্প্রচার

শ্রীময়ী বলেছিলেন, কাঞ্চন ভীষণ ইন্ট্রোভার্ট প্রকৃতির মানুষ। নিজের ব্যক্তিগত জীবনকে সর্বসমক্ষে আনতে চান না। যে কাঞ্চন মল্লিক নিজের অভিনয়ের মাধ্যমে এত মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, তাঁকে একা ঘরে কাঁদতে দেখেছেন শ্রীময়ী। অভিনেত্রীর কথায়, ‘আসলে… কাঞ্চনদা জীবনে প্রপার একটা কাঁধ পায়নি। যেখানে বিশ্বাস করে কথাগুলো বলবে…কাঞ্চনদার জীবনের ওই কাঁধটা কিংবা (বিপদে) কাঞ্চনদার হাতটা আমিই ধরেছিলাম’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥