• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা হওয়ার যোগ্যই নয়, সূর্যর সামনেই অর্জুনের সাথে চললো দীপা! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa fights with Surjya for Sona Rupa

সূর্যর দেওয়া আঘাতে ভেঙে চুরমার হয়ে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) দীপার মন। এখন দীপার প্রতি আর কোনও টান নেই সূর্যর। বরং দুই মেয়েকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়াটাই এখন তার একমাত্র চাহিদা। আর সেটা কিছুতেই মেনে নিতে রাজি নয় দীপা। এতদিন সব কিছু সহ্য করলেও এবার স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সে।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সূর্যকে ভুলে মেয়েদের নিয়ে নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করছে দীপা। আর তার এই লড়াইয়ে পাশে আছে অর্জুন। সম্প্রতি যেমন ফ্যামিলি ফেস্টে প্রথম স্থান অধিকার করেছে সোনা-রূপার (Sona Rupa) পরিবার তথা দীপা, অর্জুন, জয়, ঊর্মিরা। তা দেখে জ্বলে-পুড়ে যায় সূর্য।

Anurager Chhowa Sona Rupa family fest

আজকের পর্বে দেখতে পাবেন, অর্জুনের কোনও কথাই শুনছে না তার দাদার ছেলে-মেয়েরা। শেষমেষ বাধ্য হয়ে দীপাকে আনতে চলে যায় সে। কারণ তার মনে হয়, দীপাই একমাত্র তার ভাইপো-ভাইঝিকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে পারবে।

আরও পড়ুনঃ ফাটিয়ে দিচ্ছে গীতা LLB-জগদ্ধাত্রী, প্রথম পাঁচেও নেই অনুরাগের ছোঁয়া! দেখুন ওলটপালট TRP তালিকা

এদিকে আবার রাস্তায় সূর্যর মুখোমুখি হয় দীপা এবং অর্জুন। সূর্য ফের সোনা-রূপাকে নিয়ে দীপার সঙ্গে ঝামেলা শুরু করে। দীপা যে বেশ আনন্দে আছে তা নিয়ে খোঁটা দিতে থাকে সে। তখন প্রতিবাদ করে অর্জুন। দীপাও চুপ করে থাকে না। এরপর অর্জুন সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে দীপাও তার সঙ্গে চলে যায়।

Anurager Chhowa Surjya Deepa and Arjun

আরও পড়ুনঃ জামাইবাবুর সাথেই প্রেম করছে অনুরাগের ছোঁয়া’র উর্মি! দিব্যজ্যোতির সাথে ছবি ফাঁস হতেই শুরু জল্পনা

অন্যদিকে আবার অর্জুনকে দেখার পর থেকে অন্যরকম ব্যবহার করতে থাকেন দীপার স্কুলের শিক্ষিকা তথা পৃথা। তার চেনা অর্জুন আর এই অর্জুন এক কিনা সেটা জানার জন্য তিনি সোজা দীপার বাড়ি এসে হাজির হন। দীপা-অর্জুন সেখানে নেই দেখে তিনি তাদের ফেরার জন্য অপেক্ষা করতে থাকেন। এদিকে পৃথার এমন অদ্ভুত আচরণ দেখে অবাক হয়ে যায় ঊর্মি।

কেন অর্জুনের পরিচয় জানার জন্য এতটা উতলা হয়ে উঠেছে পৃথা? এর উত্তর আগামী পর্ব দেখলে তবেই মিলবে। এর জন্য চোখ রাখতে হবে টিভির পর্দায় আর ফলো করে রাখুন বংট্রেন্ডের পেজ সমস্ত সিরিয়ালের টাটকা আপডেট সবার আগে পাওয়ার জন্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥