• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাচ্চা নিলেই সংসারী হবে পরাগ, মধুবালার কথায় মা হবে শিমুল! টিভির আগেই ফাঁস গল্পের নতুন মোড়

‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। একদিকে শিমুলকে না পেয়ে ছাত্রীর মন পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে পরাগ। অন্যদিকে স্বামীকে সংসারী করার দায়িত্ব এসে পড়েছে শিমুলের কাঁধে। দুশ্চরিত্র পরাগকে ‘মানুষ’ করতে এবার শিমুলকে মা হওয়ার পরামর্শ দিল মধুবালা।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকটি শুরু থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে। ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে স্থান করে নিয়েছে দর্শকমনে। প্রতিবাদী শিমুলের কাহিনী দেখতে ভীষণ ভালোলাগে দর্শকদের। এবার এই সিরিয়ালেই (Bengali Serial) আসতে চলেছে ধুন্ধুমার একটি পর্ব। শিমুল-পরাগের মধ্যেকার দূরত্ব ঘোচাতে এবার তাকে প্রেগন্যান্ট হওয়ার পরামর্শ দেবে মধুবালা এবং তার জা।

   

Kar Kache Koi Moner Kotha Parag and Priyanka

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়, বাড়ি বসে টিউশনি পড়ানো শুরু করেছে পরাগ (Parag)। তার কাছে অঙ্ক শিখতে আসে প্রিয়াঙ্কা বলে একটি মেয়ে। তবে ছাত্রীকে অঙ্ক না শিখিয়ে তার সঙ্গে খোশগল্প করতে দেখা যায় পরাগকে। শুধু তাই নয়, নিজের মিথ্যে দুঃখের কাহিনী শুনিয়ে প্রিয়াঙ্কার মন জয় করার চেষ্টাও করে সে।

আরও পড়ুনঃ গ্রাম থেকে শহরে এসেই বাইজি বাড়ি! প্রকাশ্যে শ্বেতা-রণজয়ের নতুন সিরিয়ালের প্রথম প্রোমো

ঘণ্টা খানেকের মধ্যে পরাগকে ‘স্যার’ থেকে ‘পরাগদা’ বলে ডাকতে শুরু করে প্রিয়াঙ্কা, ‘আপনি’টা হয়ে যায় ‘তুমি’। এরপর শিমুল (Shimul) শাড়ি নিতে ঘরে আসলে দেখতে পায় দু’জনের মধ্যে অনেক হাসিঠাট্টা হচ্ছে। এই নিয়ে শিমুল প্রশ্ন করতেই তাকে পাল্টা অপমান করে প্রিয়াঙ্কা।

Kar Kache Koi Moner Kotha Shimul Madhubala

আজকের পর্বে দেখতে পাবেন, ছেলের মতিগতি ঠিক ভালো ঠেকে না মধুবালার (Madhubala)। শিমুলের সঙ্গে এই নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সেই কথার সূত্রেই শিমুলকে গর্ভবতী হওয়ার পরামর্শ দেবে তার শাশুড়ি এবং কাকি শাশুড়ি।

আরও পড়ুনঃ দীপা ফেরাতেই ব্রেনওয়াশ করছে মিশকা, সূর্য কোর্টে যেতেই পাশে দাঁড়াবে অর্জুন! ফাঁস আসন্ন ট্র্যাক

আজকের পর্বে দেখতে পাবেন, শিমুলকে তার কাকি শাশুড়ি বলছে, একটা বাচ্চা এলে পুরুষ মানুষের মন কিছু অনেক ঠাণ্ডা হয়ে যায়, অনেক শান্ত হয়ে যায়। এরপর মধুবালাও সেই কথায় তাল মিলিয়ে বলে, এখনও যখন শ্বশুরবাড়ি আছো, এইটুকু কর্তব্য তো করতেই হয়। তাহলে কি দুই শাশুড়ির জোরাজুরিতেই পরাগের বাচ্চার মা হবে শিমুল? এরপরেই পাল্টে যাবে তাদের সম্পর্কের সমীকরণ?