• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বধূ নির্যাতন দেখিয়ে ট্রোলড, ভুল শুধরাচ্ছে শিমুলের শাশুড়ি! টিভির আগেই ফাঁস মোড়ঘোরানো পর্ব

Updated on:

Kar Kache Koi Moner Kotha,Zee Bangla,Bengali serial,Television,TV serial,Serial,Entertainment,Entertainment news,Bangla khobor,কার কাছে কই মনের কথা,জি বাংলা,বাংলা সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

Kar Kache Koi Moner Kotha New Track : জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) নিয়ে দর্শকমহলে চর্চা তুঙ্গে। সিরিয়াল শুরু হয়েছে এক মাসের ওপর হয়ে গিয়েছে। তবে প্রথম চার সপ্তাহ টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে পারেনি এই শিমুলের (Shimul) ধারাবাহিক। কিন্তু এক মাস হতে না হতেই খেল দেখানো শুরু করেছে এই সিরিয়াল।

‘মা-ছেলের ফুলশয্যা’ দেখিয়ে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে আসে ‘কার কাছে কই মনের কথা’। এরপর থেকে সেই চর্চা আর থামার নামই নিচ্ছে না। একের পর এক ‘বিতর্কিত’ ট্র্যাক দেখিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সিরিয়াল (Bengali Serial)। কখনও শিমুলকে বাড়ি থেকে বের করে দেওয়া, কখনও আবার পরাগের তার ওপর হাত তুলতে যাওয়া- চমকের পর চমক দিচ্ছে ‘কার কাছে কই মনের কথা’।

Kar Kache Koi Moner Kotha serial audience praise Shimul's sister in law Putul's acting

শিমুলের ‘কুটনি’ শাশুড়িকে মানতে পারছে না দর্শকরা

দর্শকদের একাংশ অবশ্য জি বাংলার এই সিরিয়ালের ট্র্যাক দেখে ভীষণ না-খুশ হয়েছে। এখনকার দিনে দাঁড়িয়ে বাড়ির বৌয়ের ওপর এমন অত্যাচার দেখানো ঠিক নয় বলে মত তাঁদের। অনেকে আবার শিমুলের শাশুড়ির ওপর বেজায় চটে গিয়েছেন। ছেলের বৌয়ের প্রতি তার ব্যবহার অনেকেই মেনে নিতে পারছেন না।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে সন্ত্রাসবাদীদের কবলে সোনা-রুপা, কীভাবে বাঁচবে দীপা? টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব

Kar Kache Koi Moner Kotha, Shimul and Shimul mother in law

পাল্টে যাচ্ছে ‘কার কাছে কই মনের কথা’র ট্র্যাক!

দর্শকদের তরফ থেকে ক্রমাগত চাপের মুখে পড়ে আস্তে আস্তে সুর নরম করছেন ‘কার কাছে কই মনের কথা’র লেখিকা। সম্প্রতি ধারাবাহিকের একটি পর্বে দেখানো হয়েছে, শিমুলের শাশুড়িরও দুঃখে ভরা অতীত রয়েছে। ছেলের বৌয়ের সামনে আক্ষেপ করতে করতে তা নিয়ে কথা বলতে শোনা যায় পরাগের মাকে।

আরও পড়ুনঃ সোনা নাকি রূপা, বাংলা সিরিয়ালের সেরা শিশু শিল্পীর পুরস্কার জিতল কে? নামটা চমকে দেবে

শিমুলের দ্বিগুণ কষ্ট সহ্য করেছে তার শাশুড়ি!

শিমুলের কাছে দুঃখ করতে করতে তার শাশুড়ি বলেন, তিনি যে অত্যাচার সহ্য করেছেন, তার এক অংশও শিমুলকে সহ্য করতে হয় না। একথা শুনে অবাক হয়ে যায় শিমুল। তাহলে কি সে এবার বুঝতে পারবে শাশুড়ি কেন এত কষ্ট দিচ্ছে তাকে? ছেলের বৌ-ই কি হয়ে উঠবে পরাগের মায়ের নয়নের মণি? সোশ্যাল মিডিয়ায় এমনই নানান প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে জবাব পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥