• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের দিনই সব শেষ, ময়ূরীর গুলিতে মৃত্যুর কোলে মেঘ! রইল ফাটাফাটি ভ্যালেন্টাইন স্পেশাল পর্ব

Updated on:

Zee Bangla,Bengali serial,Serial,Icche Putul,Promo,Megh,Mayuri,Neel,Icche Putul promo,Megh Neel,জি বাংলা,বাংলা সিরিয়াল,সিরিয়াল,ইচ্ছে পুতুল,প্রোমো,মেঘ,ময়ূরী,নীল,ইচ্ছে পুতুল প্রোমো,মেঘ নীল,Television,TV serial,Bengali television,Bangla television,টেলিভিশন,টিভি সিরিয়াল,বাংলা টেলিভিশন

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। রুদ্ধশ্বাস গল্প দেখিয়ে দর্শকদের উত্তেজনা ধরে রেখেছে এই মেগা। মেঘ-নীলের বিয়ে সুষ্টুভাবে সম্পন্ন হোক, এখন এটাই চায় প্রত্যেকে। কিন্তু ময়ূরী তো এত সহজে মেঘকে সুখী হতে দেবে না। তাই বিয়ের আসরেই মেঘের ওপর গুলি চালাবে সে।

‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকটি (Bengali Serial) যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, দুই পরিবারের প্রচেষ্টায় ফের চার হাত এক হচ্ছে মেঘ-নীলের (Megh Neel)। যদিও পাত্র-পাত্রী কেউ এসব বিষয়ে কিছু জানে না। বিয়ের আসরে গিয়েই এই সারপ্রাইজের কথা জানতে পারবে তারা। অপরদিকে মেঘের হবু স্বামীর নাম-পরিচয় জানতে মরিয়া হয়ে উঠেছে ময়ূরী (Mayuri)। তার সন্দেহ, নীলের সঙ্গেই ফের বিয়ে হচ্ছে মেঘের।

Icche Putul Megh Neel wedding promo

তবে পাত্র যেই হোক না কেন, মেঘকে (Megh) সুখী না হতে দেওয়ার ব্যাপারে একেবারে বদ্ধপরিকর ময়ূরী। সেই কারণে সে রূপের সঙ্গে মিলে এক মারাত্মক ষড়যন্ত্র করেছে। গত পর্বেই দেখা গিয়েছে, রূপের (Rup) থেকে একটা বন্দুক নিয়েছে সে। এবার সেই বন্দুক দিয়েই বিয়ের দিন মেঘের ওপর গুলি চালাবে সে।

আরও পড়ুনঃ পারল না ফুলকি-পর্ণা, গীতা না জগদ্ধাত্রী কে হল বেঙ্গল টপার? নিজেই দেখে নিন চোখ ধাঁধানো TRP তালিকা

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘ইচ্ছে পুতুল’র ‘ভ্যালেন্টাইনস ডে’ স্পেশ্যাল প্রোমো (Icche Putul Promo) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সব ঝড়ঝাপটা পেরিয়ে সাত পাক ঘুরছে মেঘ আর নীল। মেঘ মনে মনে বলে, আমায় না বলেই এত বড় একটা সারপ্রাইজ দিল বাপি? অন্যদিকে নীল মনে মনে মেঘের উদ্দেশে বলে, আর কোনোদিন তোমায় অপমান করা তো দূর, তোমার কোনও অসম্মানও হতে দেব না।

Icche Putul promo Mayuri shoots Megh

ঠিক সেই সময় বিবাহবাসরে এসে উপস্থিত হয় ময়ূরী। মেঘের দিকে বন্দুক তাক করে সে বলে, এবার আমার গুলিতে ঝাঁঝরা হবে তোর শরীর। আর সেই শরীর নিয়ে তুই পড়বি বিয়ের আগুনে। ময়ূরী গুলি চালাতে যাবে ঠিক সেই পিছনে এসে দাঁড়ায় মধুমিতা (Madhumita)।

আরও পড়ুনঃ তুঁতে অতীত, এই সুন্দরী টেলি নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন আরেফিন! নতুন সিরিয়াল নাম জানেন?

তবে তিনি কিছু করার আগেই ময়ূরী গুলি চালিয়ে দেয়। বিয়ের মণ্ডপেই লুটিয়ে পড়ে মেঘ। তাহলে কি মৃত্যুই হবে মেঘের অন্তিম পরিণতি? সফল হবে রূপ-ময়ূরীর ষড়যন্ত্র? জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দা এবং বং ট্রেন্ডের প্রতিবেদনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥