• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তুঁতে অতীত, এই সুন্দরী টেলি নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন আরেফিন! নতুন সিরিয়াল নাম জানেন?

Published on:

Syed Arefin might work in Zee Bangla upcoming Bengali serial

নতুন বছর পড়তে না পড়তেই স্টার জলসা, জি বাংলায় (Zee Bangla) নতুন সিরিয়াল (Bengali Serial) শুরুর হিড়িক পড়ে গিয়েছে। বেশিদিন হয়নি স্টার জলসার পর্দায় ‘চিনি’র সফর শুরু হয়েছে। এখন আবার শোনা যাচ্ছে, শীঘ্রই শেষ হতে চলেছে জি বাংলার চর্চিত মেগা ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। তার জায়গায় শুরু হতে চলেছে ‘তুঁতে’র ‘রঙ্গন’ ওরফে সৈয়দ আরেফিনের (Syed Arefin) নতুন সিরিয়াল।

স্টার জলসার ‘তুঁতে’র সফর শেষ হয়েছে খুব বেশিদিন হয়নি। আরেফিন অভিনীত রঙ্গন চরিত্রটির মৃত্যু দেখানোর পর থেকেই আস্তে আস্তে কমতে শুরু করেছল এই সিরিয়ালের টিআরপি (TRP)। শেষমেষ সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। এবার শোনা যাচ্ছে, জি বাংলার হাত ধরে ফের দর্শকদের সামনে হাজির হতে চলেছে ‘রঙ্গন’ আরেফিন।

Syed Arefin upcoming Bengali serial

‘তুঁতে’ শেষ হওয়ার পর থেকেই আরেফিনের কামব্যাক নিয়ে নানান জল্পনা-কল্পনা চলছিল। টেলিভিশন (Television) নাকি সিনেমা, কোন মাধ্যমে দেখা যাবে তাঁকে? এই নিয়ে চর্চা-আলোচনা চলছিল অনুরাগীদের মধ্যে। এর মাঝেই সামনে এল বড় খবর। জানা গেল, জি বাংলার আসন্ন ধারাবাহিকে (Upcoming Serial) নাম ভূমিকায় দেখা যাবে আরেফিনকে।

আরও পড়ুনঃ দত্ত বাড়িতে তুলকালাম, সৃজন-পর্ণার সম্পর্ক ভাঙতে মারাত্মক ষড়যন্ত্র ঈশার! ফাঁস তোলপাড় করা পর্ব

শোনা যাচ্ছে, এই সিরিয়ালে আরেফিনের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে নেহা আমনদীপকে (Neha Amandeep)। একসময় জি বাংলার ‘স্ত্রী’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন নেহা। অবাঙালি এই অভিনেত্রী পৌঁছে গিয়েছিলেন বাংলার প্রত্যেক ঘরে ঘরে। এরপর সান বাংলার ‘কনে বউ’ সিরিয়ালেও অভিনয় করেন তিনি।

Neha Amandeep upcoming Bengali serial

বেশ কয়েক বছর ছোটপর্দা থেকে দূরে থাকার পর ফের জি বাংলার হাত ধরে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন নেহা। সম্প্রতি মিলেছে এমনই খবর। আরেফিন-নেহার আনকোরা জুটি দর্শকদের ভালোলাগবে, এমনটাই আশা করছেন দুই তারকার ভক্তরা।

আরও পড়ুনঃ প্রেমের মাসে ভাঙছে রোহিত-ফুলকির সংসার! ডিভোর্সের প্রোমো প্রকাশ্যে আসতেই মন ভাঙল দর্শকদের

শোনা যাচ্ছে, শীঘ্রই ব্লুজ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক ‘দোলন’ শুরু হতে চলেছে জি বাংলায়। এই সিরিয়ালেই মুখ্য চরিত্রে দেখা যাবে আরেফিন এবং নেহাকে। এছাড়াও কাঞ্চনা মৈত্র, চাঁদনি রায়, অনন্যা বিশ্বাস সহ আরও নানান জনপ্রিয় কলাকুশলীকে দেখা যাবে বলে খবর্। জানা যাচ্ছে, শীঘ্রই প্রকাশ্যে আসবে ‘দোলন’র প্রোমো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥