• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্ত্রী হয়ে চাইতেন ছবি ফ্লপ হোক! সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে বিস্ফোরক গৌরী খান

Updated on:

When Gauri Khan revealed she wanted Shah Rukh Khan’s to be flop

কথায় আছে, স্বামী-স্ত্রীর মধ্যেকার বোঝাপড়াই সুখী দাম্পত্যের চাবিকাঠি। বলিউড (Bollywood) ‘পাওয়ার কাপল’ শাহরুখ খান (Shah Rukh Khan) এবং গৌরী খানের (Gauri Khan) সম্পর্কও অনেকটা তেমনই। অভিনেতা হিসেবে সাফল্য পাওয়ার আগে থেকে শাহরুখকে চিনতেন গৌরী। শুধু তাই নয়, শাহরুখের হাত ধরে দিল্লি ছেড়ে মুম্বই অবধি চলে আসেন তিনি। তবে সম্প্রতি সেই গৌরীই স্বামীকে নিয়ে এমন একটি মন্তব্য করেছেন যে কারণে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।

অনেকেই জানেন, শাহরুখের স্ট্রাগলের দিনগুলোয় ছায়ার মতো তাঁর পাশে ছিলেন গৌরী। এক মুহূর্তও ছাড়েননি স্বামীর হাত। বরং তাঁকে লড়াইয়ের উৎসাহ যোগাতেন তিনি। তবে সম্প্রতি গৌরী নিজেই জানান, একথা একেবারেই সত্যি নয়। বরং তিনি নাকি চাইতেন শাহরুখের সব ছবি ফ্লপ (Flop) হোক।

Shah Rukh Khan and Gauri Khan

গৌরীর কথায়, ‘আমি ওঁর মুম্বই আসার ব্যাপারে আমি খুব একটা খুশি একটা ছিলাম না। আমি এটাও বুঝতে পারিনি ও কখন তারকা হয়ে গেল। এখানে আসাটা আমার জন্য খুব চমকপ্রদ একটা বিষয় ছিল। তারপর আবার সিনেমা! আমার জন্য এটা খুব খুব কঠিন ছিল’।

আরও পড়ুনঃ আলিয়ার নায়ক থেকে স্বস্তিকার সাথে রোম্যান্স! প্রথম বাংলা সিনেমার অভিজ্ঞতা জানালেন শান্তনু

শাহরুখ-পত্নী বলেন, ‘আমি আসলে চাইতাম না ওঁর কোনও সিনেমা হিট হোক। আমি ভেবেছিলাম সিনেমা ফ্লপ হলে আমরা আবার দিল্লি ফিরে যেতে পারবো। কারণ মাত্র ২১ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। সেই সময় সিনেমার মতো জিনিসগুলো আমার কাছে ভীষণ নতুন ছিল। আমি চাইতাম ওঁর কোনও সিনেমা যেন বক্স অফিসে না চলে, প্রত্যেকটা যেন ফ্লপ হয়’।

আরও পড়ুনঃ রূপে লক্ষী, গুণে সাক্ষাৎ সরস্বতী! রামায়ণের রামের বাস্তবের মেয়ে আজ পরম সুন্দরী, রইল ছবি

Shah Rukh Khan and Gauri Khan, Shah Rukh Khan and Gauri Khan honeymoon

একই সাক্ষাৎকারে গৌরী একথাও বলেন, ‘ছোটবেলায় স্কুল থেকে শুরু করে কলেজ, সবকিছুতে শাহরুখ সেরা ছিল। তা সে ফুটবল, হকি হোক বা থিয়েটার। ও যা কিছু ছুঁয়েছে সবেতে সোনা ফলিয়েছে। আমার মনে হয় আমার ভীষণ বুদ্ধি যে আমি স্মার্ট মানুষটাকে বেছে নিয়েছিলাম। ওঁর জীবনের অংশ হতে পেরে আমার নিজেকে ভাগ্যবতী মনে হয়’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥