• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘‘তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর’ এটা আমার জীবনের গান’! ‘পরমপিয়া’ বিয়ের পর মুখ খুললেন অনুপম রায়

সপ্তাহের শুরুতেই আইবুড়ো তকমা ঘুচিয়েছেন টলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। পাত্রীর নাম পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। তাঁর অবশ্য আরও একটি পরিচয় আছে। তিনি জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়ের (Anupam Roy) প্রাক্তন স্ত্রী। গায়কের সঙ্গে সংসার ভাঙার পর এবার পরমব্রতর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন তিনি। আপাতত ‘পরমপিয়া’ বিয়ে নিয়ে চর্চা হচ্ছে সর্বত্র।

অনুপম মানেই ভালোবাসা, বিচ্ছেদ, একাকীত্ব নিয়ে একাধিক গান। তাঁর অন্যতম জনপ্রিয় একটি গান হল ‘তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর’। তাঁর গাওয়া এই গান মন ছুঁয়েছে বহু মানুষের। ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোয় অনুপ্রেরণা জুগিয়েছে অনেককে। তবে আপনি কি জানেন, এই গান অনুপমের জীবন থেকে নেওয়া। গায়ক নিজেই একবার বলেছিলেন একথা।

   

Anupam Roy and Piya Chakraborty

২০১৫ সালে বিয়ে করেন অনুপম-পিয়া। টলিপাড়ার সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তাঁরা। তবে ২০২১ সালে আচমকা বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। সেই সময় তাঁদের সম্পর্ক ভাঙার কারণ হিসেবে উঠে এসেছিল পরমব্রতর নাম। গুঞ্জন শোনা গিয়েছিল, পরমব্রতর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই সংসার ভেঙেছে অনুপম-পিয়ার।

আরও পড়ুনঃ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পরমব্রত-পিয়া, রইল ‘পরমপিয়া’ জুটির বিয়ের এক্সক্লুসিভ ছবির অ্যালবাম

গত দু’বছরে এই নিয়ে বিস্তর চর্চা হলেও অনুপম কিংবা পিয়া কেউই তাদের সংসার ভাঙার আসল কারণ খোলসা করেননি। এবার ‘পরমপিয়া’র বিয়ের আবহে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অনুপমের একটি ভিডিও ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। যেখানে ‘তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর’ প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছে গায়ককে।

Anupam Roy talked about Tumi Onno Karor Songe Bedho Ghor

ভাইরাল হওয়া সেই ভিডিওটি বেশ কয়েক বছর পুরনো। একটি জনপ্রিয় টক শো-য়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিল অনুপম। সেখানে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় তাঁকে জিজ্ঞেস করেন, ‘তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর’ এই গানটা কি নিজের প্রাক্তনকে মনে রেখে বানানো?’

সঞ্চালকের প্রশ্ন শুনেই প্রথমে একগাল হাসিতে ভরে ওঠে অনুপমের মুখ। এরপর রাখঢাক না করেই গায়ক বলেন, ‘এটা একটা সত্যি গান। এটা আমার জীবনের গান এবং এই গানে কোনও মিথ্যে নেই’। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে পরমব্রত-পিয়ার বিয়ে প্রসঙ্গে অনুপমকে জিজ্ঞেস করা হয়। গায়ক বলেন, তাঁকে এই বিষয়ে কেউ কিছু জানায়নি। পাশাপাশি সম্পূর্ণ বিষয়টা থেকে তাঁকে বাদ রাখার আবেদনও জানিয়েছেন তিনি।