• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২৫ বছর ভালো থাকবে লেপ-কম্বল, শীতে ব্যবহার করার আগে শুধু করুন এই ছোট্ট কাজ!

ডিসেম্বর পড়তেই ঠান্ডা (Winter) পড়তে শুরু করেছিল। বর্তমানে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। ইতিমধ্যেই তুলে রাখা লেপ কম্বল (Winter Blankets & Quilt) বের করে ফেলেছে বঙ্গবাসী। কিন্তু সোজা আলমারি থেকে বের করেই গায়ে দেবেন না, তার আগেই একটা কাজ করতে হবে। এতে করে যেমন লেপ কম্বল পরিষ্কার থাকবে তেমনি দীর্ঘদিন ভালোও থাকবে। চলুন দেখে নেওয়া যাক কি কি করতে হবে?

ঠান্ডায় লেপ কম্বল বের করেই সোজা গায়ে দেওয়ার জন্য ব্যবহার করবেন না। প্রায় এক বছর ধরে অল্পমারিতে বা অন্য কোথাও বদ্ধ হয়ে থাকার কারণে নোংরা হয়ে যেতেই পারে। এর জন্য বের করার পর সেগুলোকে অল্প ডিটারজেন্ট আর ২ চামচ মত ভিনিগার দিয়ে কেচে নিন। এরপর ব্যবহার করলে যেমন পরিষ্কার জিনিস পাবেন তেমনি লেপ কম্বলের আয়ুও বাড়বে দীর্ঘদিনের জন্য।

   

How to Clean Quilt or Blanket Before using in Winter

সব ধরণের লেপ কম্বল জলে চুবিয়ে কাচার জন্য নয়। বিশেষ করে যদি আপনার লেপ শিমুল তুলো দিয়ে তৈরী হয় তাহলে ডরাই ওয়াশ করবেন না। এক্ষেত্রে কেচে রোদে দিয়ে শুকোতে হবে। ভালোমত রোদে শুকনো না করলে আবার দুর্গন্ধ হয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ কয়েক মিনিটে চকচকে তেলচিটে ময়লা বাসন! এই ছোট্ট কাজ করলেই বাপ বাপ বলে পালাবে নোংরা

কাচার পর সোজা কড়া রোডের মধ্যে লেপ / কম্বল ফেলে দেবেন না। অতিরিক্ত রোদে দিয়ে রাখলে কম্বলের ভেতরে থাকা পশম নষ্ট হয়ে যাবে। তাছাড়া রং উঠে ফিকে হয়ে যাবে। কিছুক্ষণ হালকা রোদে রাখার পর সেটাকে রোদ থেকে তুলে নিন। এরপর ধীরে ধীরে সময় নিয়ে শুকনো হতে দিতে হবে।

How to Clean Blankets at Home the right way

যদি লেপ শিমুল তুলোর না তাহলে তাহলে অল্প ডিটারজেন্ট জল মিশিয়ে জলের মধ্যে লেপ ডুবিয়ে রেখে দিন। ১০ মিনিট পর জল থেকে তুলে রোদে দিয়ে শুকনো করতে হবে। তবে ব্যবহার করার পর তুলে রাখার আগে একবার ড্ৰাই ওয়াশ করতে পারেন।

আরও পড়ুনঃ ২ মিনিটে সাফ সমস্ত পোড়া দাগ! রইল রান্নাঘরের বাসনপত্র পরিষ্কার রাখার দুর্দান্ত ৪টি টিপস

লেপ হোক বা কম্বল শুধু ব্যবহার করবেন না। ব্যবহারের আগে কভার লগিয়ে নেবেন। এতে করে লেপের মধ্যে থাকা ধুলো বালি শরীরে প্রবেশ করতে পারবেন না। তাছাড়া যেখানে লেপ রাখেন সেখানে পারলে কিছু নিমপাতা রাখার চেষ্টা করবেন তাহলে ন্যাপথলিন দিতে লাগবে না।