• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমিই মরে যাব…’, আলিয়া-কঙ্গনাকে এক ছবিতে নেওয়ার কথা উঠতেই বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী

বলিউডের (Bollywood) ঠোঁটকাটা পরিচালক হিসেবে বেশ জনপ্রিয় বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। একাধিকবার একাধিক বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তিনি। কঠিন কথা মুখের ওপর বলতে একেবারেই ভয় পান না বিবেক। সম্প্রতি যেমন আলিয়া ভাট এবং কঙ্গনা রানাউতের প্রসঙ্গে কথা বলার সময় এক চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন তিনি।

একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও আলিয়া (Alia Bhatt) এবং কঙ্গনার (Kangana Ranaut) সম্পর্ক যে একেবারেই বন্ধুত্বপূর্ণ নয় তা মোটামুটি সকলেই জানেন। একাধিকবার ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ নায়িকাকে নিশানা করেছেন কঙ্গনা। তাই ইচ্ছা থাকলেও এই দুই নায়িকাকে কখনও এক ছবিতে কাস্ট করতে পারেন না নির্মাতারা। কিন্তু ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক কি সেই ঝুঁকি নেবেন?

   

Alia Bhatt and Kangana Ranaut, Alia Bhatt and Kangana Ranaut in a movie together

সম্প্রতি এই প্রশ্ন করা হয়েছিল বিবেককে। জবাবে পরিচালক সাফ বলেন, ‘আমি যদি এভাবে ভাবতে শুরু করি তাহলে তো আমি মরে যাব। কে এভাবে চিন্তাভাবনা করে? এটা কারোর ভাবনা কীভাবে হয় আমি তো সেটাই বুঝতে পারছি না’।

আরও পড়ুনঃ শাহরুখ খানকে চ্যালেঞ্জ! ‘ডানকি’কে টেক্কা দেবে প্রভাসের ‘সালার’? রিলিজ ডেট দেখেই চিন্তায় ভক্তরা

বিবেকের সংযোজন, ‘আলিয়া ভাট জাতীয় পুরস্কার জিতেছেন। উনি এমন একজন অভিনেত্রী যাকে ভারত সরকারের তরফ থেকে সম্মানিত করা হয়েছে। আমিও সেই সময় জাতীয় পুরস্কার জিতেছিলাম। তাই আমি আলিয়াকে শুভেচ্ছা জানাই। যখন কঙ্গনা জাতীয় পুরস্কার জিতেছিল, আমি ওনাকেও শুভেচ্ছা জানিয়েছিলাম’।

আরও পড়ুনঃ জাতীয় মঞ্চে বাংলার জয়জয়কার! দেব-জিৎকে পিছনে ফেলে বিরাট পুরস্কার জিতলেন এই অভিনেতা

Vivek Agnihotri, Vivek Agnihotri on The Kashmir Files 2

‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক জানান, আলিয়া এবং কঙ্গনার ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর কোনও আগ্রহ নেই। তবে শিল্পী হিসেবে দু’জনেই ভালো। যখনই কোনও অনুষ্ঠানে বিবেকের সঙ্গে তাঁদের দেখা হয়, দু’জনেই অত্যন্ত নম্র- ভদ্রভাবে তাঁর সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত, ‘দ্য কাশ্মীর ফাইলস’র আকাশছোঁয়া সাফল্যের পর এবার ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ নিয়ে এসেছেন বিবেক। গত ২৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করেছে সেই সিনেমা। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, নানা পাটেকর, রাইমা সেন, বিবেকের স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী পল্লবী জোশী প্রমুখ।