• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জাতীয় মঞ্চে বাংলার জয়জয়কার! দেব-জিৎকে পিছনে ফেলে বিরাট পুরস্কার জিতলেন এই অভিনেতা

Updated on:

This Tollywood actor won Asian Academy Creative Award

তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি হলেন খোদ ‘ইন্ডাস্ট্রি’। উত্তম কুমার পরবর্তী সময়ে বাংলা সিনেদুনিয়ার (Tollywood) যখন শোচনীয় অবস্থা ছিল, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) একা টলিউডকে এগিয়ে নিয়ে গিয়েছেন। বুম্বাদার সমসাময়িক কোনও অভিনেতা-অভিনেত্রী ইন্ডাস্ট্রিকে ভালোবেসে নিজেকে এতটা নিয়োজিত করেননি যতখানি তিনি করেছিলেন।

অনেকেই জানেন না, টলিউড ছেড়ে কোথাও যেতে চান না বলে বলিউডের দু’টি ব্লকবাস্টার ছবির অফারও একসময় অনায়াসে ফিরিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ। সলমন খান অভিনীত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ এবং ‘সাজন’ ছবির জন্য প্রথমে তাঁকেই নির্বাচন করেছিলেন নির্মাতারা। কিন্তু বুম্বাদা তা রিজেক্ট করে দেন। এখন অবশ্য টলিউডের পাশাপাশি বলিউডেও নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন তিনি।

Prosenjit Chatterjee, Prosenjit Chatterjee won Asian Academic Creative Award

ইতিমধ্যেই দু’টি হিন্দি ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন প্রসেনজিৎ। ‘জুবিলি’ (Jubilee) এবং ‘স্কুপ’এ তাঁর অভিনয় দারুণ পছন্দ হয়েছে দর্শকদের। এবার সেই কাজের জন্যই একটি বিরাট সম্মান পেলেন অভিনেতা। যে কারণে জাতীয় স্তরে গর্বিত হয়েছে গোটা বাংলা।

সম্প্রতি ‘জুবিলি’তে নিজের তুখোড় অভিনয়ের জন্য এশিয়ান অ্যাকাডেমিক ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে (Asian Academic Creative Award) ভূষিত হয়েছেন প্রসেনজিৎ। বলিউডের একাধিক তারকাকে টেক্কা দিয়ে শ্রেষ্ঠ সহ অভিনেতা বিভাগে জয়ী হয়েছেন তিনি। এমন একটি সম্মানে ভূষিত হতে পেরে আপ্লুত বুম্বাদাও।

Prosenjit Chatterjee, Prosenjit Chatterjee won Asian Academic Creative Award

বলিউডে সবেমাত্র নতুন করে কাজ করা শুরু করেছেন প্রসেনজিৎ। আর শুরুতেই এত বড় সম্মান পাওয়াটা যে একটা বিরাট ব্যাপার তা আর আলাদা করে বলে দিতে হয় না। বুম্বাদার হাত ধরে জাতীয় স্তরে বাংলার নাম উজ্জ্বল হওয়ায় গর্বে বুক ভরে গিয়েছে প্রত্যেক বাঙালির।

প্রসেনজিতের আসন্ন প্রোজেক্টের নিরিখে বলা হলে, অভিনেতাকে এরপর সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে ফের আইকনিক প্রবীর রায় চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন বুম্বাদাকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির ট্রেলার। পুজোর আবহে প্রেক্ষাগৃহে রিলিজ করবে প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত এই ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥