• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উত্তম নায়িকার সাথে স্ক্রিন শেয়ার করবেন ভাইরাল নন্দিনী দিদি! প্রকাশ্যে এল এক্সক্লুসিভ ছবি

Updated on:

Viral Nandini Didi shares screen with Sabitri Chatterjee in her new movie Teen Sotti

সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন নন্দিনী দিদি (Nandini Didi)। ডালহৌসির অফিসপাড়ার পাইস হোটেলের মালকিন এখন টলিউডের (Tollywood) নায়িকা হতে চলেছেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে স্মার্ট দিদির ডেবিউ ছবির শ্যুটিং। সম্প্রতি ছবির সেট থেকে অনুরাগীদের জন্য লাইভও করেন তিনি।

প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘তিন সত্যি’ (Teen Sotti) ছবির মাধ্যমে নায়িকা হিসেবে টলিউডে পা রাখতে চলেছেন ভাইরাল নন্দিনী দিদি। তাঁর চরিত্রের নাম নিলাক্ষী। তাঁকে একজন লেখিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তবে চমকের শেষ এখানেই নয়। অনেকেই হয়তো জানেন না, ডেবিউ ছবিতেই কিংবদন্তি সাবিত্রী চট্টোপাধ্যায়ের (Sabitri Chatterjee) সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন স্মার্ট দিদি।

Nandini Didi and Sabitri Chatterjee

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে একজন হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন তাবড় তাবড় তারকারা। সেখানে প্রথম ছবিতেই বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন নন্দিনী দিদি। ইতিমধ্যেই নেটপাড়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে দু’জনের ছবি-ভিডিও।

আরও পড়ুনঃ শ্বাশুড়ির মত পাল্টি মেরে শিমুলের দলে প্রতীক্ষাও! আসছে জব্বর টুইস্ট, টিভির আগেই ফাঁস হল পর্ব

গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নন্দিনীর ডেবিউ সিনেমা ‘তিন সত্যি’র শ্যুটিং। সেদিনই সেট থেকে দু’টি ছবি শেয়ার করে এই সুখবর দেন তিনি। দু’টি ছবিতেই সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় তাঁকে। সম্প্রতি ফের একবার নিজের সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে একটি রিল ভিডিও শেয়ার করেন ‘স্মার্ট দিদি’। সেখানে দেখা যাচ্ছে, কথোপকথনে ব্যস্ত আছেন দু’জনে।

আরও পড়ুনঃ মেঘের ক্ষতি চেয়ে আর খেতে হবে না গালমন্দ! অভিনয় ছেড়ে পেশা বদল করছেন ‘ইচ্ছে পুতুল’র ময়ূরী

Nandini Didi Tollywood Movie, Nandini Didi Teen Sotti, Nandini Didi and Sabitri Chatterjee

প্রসঙ্গত, নন্দিনী দিদির প্রথম সিনেমা ‘তিন সত্যি’ থ্রিলার ঘরানার হতে চলেছে বলে খবর। ছবির শ্যুটিং শুরু হতে না হতেই ‘স্মার্ট দিদি’কে প্রশংসায় ভরিয়ে দেন পরিচালক। প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার ও চরিত্রটা নিয়ে অনেক প্রশ্ন করছে, যাতে আরও ভালো করে বুঝতে পারে’।

পরিচালকের সংযোজন, ‘প্রথম দিনে ওর মনে অনস্ক্রিন আসা নিয়ে অনেকটা ভয় ছিল। কতখানি পারবে সেটা নিয়ে দ্বিধা ছিল। তবে এখন দেখছি ও খুব সুন্দরভাবে চরিত্রটার মধেয় ঢুকে গিয়েছে। যে কোনোদিন ছবিতে অভিনয় করেনি তাঁর পক্ষে এই কাজটা চ্যালেঞ্জিং। তবে যতখানি ঝুঁকি আমি নিয়েছিলাম, ততটাই ও নিয়েছিল। আর সেটায় নন্দিনী সফল হয়েছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥