• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তুলতে ব্যর্থ! রাতারাতি পাল্টে যাচ্ছে শ্রাবণ নায়িকা, বদলে আসছেন এই সুন্দরী অভিনেত্রী

Published on:

Trina Saha might replace Love Biye Aajkal heroine Moumita Sarkar

আগস্ট মাস থেকে শুরু হয়েছে স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’র (Love Biye Aajkal) পথচলা। নিউ এজ রোম্যান্সের এই মেগায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন ওম সাহানি এবং মৌমিতা সরকার। দর্শকমহলে তাঁদের পরিচিতি এখন ওমকার-শ্রাবণ নামেই বেশি। দু’জনের রসায়ন দর্শকদের ভীষণ পছন্দের। তবে এবার শোনা যাচ্ছে, পাল্টে যাচ্ছে শ্রাবণের মুখ।

বুধবার থেকে ‘লাভ বিয়ে আজকাল’র নায়িকা বদলের জল্পনা শুরু হয়েছে স্টুডিওপাড়ায়। জোর গুঞ্জন, নবাগতা অভিনেত্রী মৌমিতাকে (Moumita Sarkar) আর দেখা যাবে না এই সিরিয়ালে। শুরু থেকেই মৌমিতার অভিনয় দক্ষতা নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ট্রোলও হতে হয়েছে তাঁকে।

Love Biye Aajkal Omkar Srabon

তবে অভিনয়ে ‘কাঁচা’ হওয়ার জন্য কটাক্ষ শুনতে হলেও ওমের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন প্রথম থেকেই সকলের নজর কেড়েছে। কিন্তু এখন শোনা যাচ্ছে, সেই জুটিতেই ভাঙন ধরতে চলেছে। সূত্রের খবর, ‘লাভ বিয়ে আজকাল’ নায়িকার শরীর ভালো না। সেই জন্য কাজ থেকে কয়েকদিনের বিরতি নিয়েছেন তিনি। এর মাঝেই শোনা যাচ্ছে, শ্রাবণের (Srabon) মুখ বদলের গুঞ্জন।

আরও পড়ুনঃ ‘পাগলপ্রেমী’ আদৃতের মনের মানুষ কে? ফাঁস হল নাম সহ পরিচয়, দেখুন তো চেনেন কি না!

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘লাভ বিয়ে আজকাল’এ মৌমিতার স্থান নিতে চলেছেন ‘খড়কুটো’, ‘বালিঝড়’ খ্যাত তৃণা সাহা (Trina Saha)। গতকালই নাকি সিরিয়ালের জন্য লুক সেট হয়েছে তাঁর। শ্রাবণের মুখ বদলের এই খবর শুনে বেশ কষ্ট পেয়েছেন ‘লাভ বিয়ে আজকাল’ ভক্তরা।

আরও পড়ুনঃ দীপার দিন শেষ! ধামাকা পর্বে রাজত্ব করছে জ্যাস-পর্ণা-ফুলকি, রইল সপ্তাহের ওলটপালট TRP তালিকা

Trina Saha might replace Moumita Sarkar in Love Biye Aajkal

বাংলা টেলিভিশনে বহুবার সিরিয়ালের মাঝপথে নায়ক-নায়িকার মুখ বদল হয়েছে। ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ থেকে শুরু করে ‘বিজয়িনী’ হয়ে ‘কাজললতা’- উদাহরণ রয়েছে ভুরি ভুরি। ‘লাভ বিয়ে আজকাল’র ক্ষেত্রেও কি তাই হতে চলেছে? এই বিষয়ে তৃণার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তাঁর তরফ থেকে কোনও জবাব পাওয়া যায়নি।

অপরদিকে একটি নামী সংবাদমাধ্যমের তরফ থেকে সিরিয়ালের প্রযোজকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে ফোনে পাওয়া উচিত যায়নি। উত্তর মেলেনি মেসেজেরও। তাই এখনও পরিষ্কার নয়, শ্রাবণ নাকি অন্য কোনও চরিত্রে দেখা যাবে তৃণাকে। সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা এই গুঞ্জন কতখানি সত্যি তা নিয়েও সংশয় রয়েছে অনেকের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥