• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোহিনীর সাথে ঝগড়াই কাল, লালবাতি কেরিয়ারে! বড় বিপাকে টলি অভিনেত্রী তৃণা সাহা

Published on:

Trina Saha in trouble for fighting with Tollywood actress Sohini Sarkar

ছোটপর্দা কাঁপানোর পর টলিউডে আস্তে আস্তে নিজের পায়ের তলার মাটি শক্ত করছিলেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজে কাজের সুযোগ পাচ্ছিলেন তিনি। কিন্তু কেরিয়ারে উন্নতির সময়েই নিজের পায়ে নিজে কুড়ুল মেরে বসলেন তৃণা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) প্রথম সারির অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini Sarkar) সঙ্গে বিতর্কে জড়িয়ে ভাবমূর্তি নষ্ট হতে বসেছে অভিনেত্রীর। যার প্রভাব পড়ছে তাঁর কেরিয়ারের ওপরেও।

ক্যামেলিয়া প্রোডাকশন প্রযোজিত ‘মাতঙ্গী’ (Matangi) সিরিজের সেটে বিবাদে জড়িয়ে পড়েন তৃণা এবং সোহিনী। গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে সেই বিবাদ নিয়ে চর্চা চলছে। দিন কয়েক আগে শোনা গিয়েছিল, ‘মাতঙ্গী’ থেকে নাকি বাদ পড়তে চলেছেন ‘খড়কুটো’ নায়িকা। তবে এবার কানে এল আরও বড় খবর।

Trina Saha and Sohini Sarkar, Trina Saha and Sohini Sarkar fight

তৃণার ‘ট্যানট্রামস’র জেরে এখন তাঁকে নতুন কোনও প্রোজেক্টে নেওয়ার আগে বেশ চিন্তাভাবনা করছেন নির্মাতারা। এখন প্রশ্ন হল সোহিনীর সঙ্গে ঠিক কী নিয়ে বিবাদ হয়েছে নায়িকার? জানা গিয়েছে, ‘মাতঙ্গী’ সিরিজের (Web Series) প্রযোজনা সংস্থার তরফ থেকে সোহিনীকে বেশ কিছু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল।

তৃণার চোখ এড়ায়নি সেগুলি। এরপর তিনিও সোহিনীর মতো সেই সুযোগ সুবিধাগুলি চেয়ে বসেন। এরপরেও সেগুলি না পাওয়াতেই ফুঁসে ওঠেন নায়িকা। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। কানাঘুষো শোনা গিয়েছিল, দুই নায়িকার বিবাদের জেরে বেশ কিছুসময় আটকে ছিল সিরিজের শ্যুটিং।

আরও পড়ুনঃ জন্মসূত্রে দক্ষিণ ভারতীয়, তবে বাংলা অন্ত প্রাণ! ঊষা উত্থুপ কেন ‘ক’ লেখা টিপ পড়েন জানেন?

Trina Saha and Sohini Sarkar, Trina Saha and Sohini Sarkar fight

আরও পড়ুনঃ স্মার্ট বউ সাজতে গিয়ে খুলে গেল প্যান্ট! ‘সন্ধ্যাতারা’ আগাম পর্ব দেখে চোখ ঢাকছে দর্শকেরা

এরপর বিষয়টা বাড়াবাড়ির দিকে এগোনোয় এবং সিরিজ থেকে তৃণাকে সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় নাকি প্রোডাকশন হাউসের সঙ্গে মিটমাট করতে চেয়েছিলেন নীল ভট্টাচার্যের ঘরণী। তবে অভিনেত্রীর ব্যবহারে সবাই নাকি এতটাই বিরক্ত হয়ে গিয়েছিলেন যে তাতে বিশেষ লাভ হয়নি। তার ওপর এখন আরও বড় বিপাকের সম্মুখীন হতে চলেছেন তিনি।

তৃণার হাবভাব নাকি এখন অনেকটা বদলে গিয়েছে। কোনও কারণ ছাড়াই তাঁর নানান রকম ‘ট্যানট্রামস’ সহ্য করতে হয় কলাকুশলীদের। সেই জন্য তৃণাকে ভবিষ্যতে কোনও প্রোজেক্টে নেওয়ার আগে বেশ ভাবনাচিন্তা করছেন প্রযোজক-পরিচালকরা। শোনা যাচ্ছে, ‘গভীর জলের মাছ’ সিরিজেও নাকি ছোটপর্দার গুনগুনের ব্যবহার বিতর্ক সৃষ্টি করেছিল। সেই কারণে এই সিরিজের দ্বিতীয় সিজনে তাঁর থাকা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥