• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একবার গেলেই ভালো হবে মন! হালকা শীতে ঘুরে আসুন এই অফবিট পাহাড়ি গ্রাম থেকে, রইল ঠিকানা

Published on:

North Bengal,Travel,Travel destination,Turuk,Sittong,Travel news,Offbeat location,উত্তরবঙ্গ,ভ্রমণ,ভ্রমণ সংবাদ,ট্রাভেল ডেস্টিনেশন,সিটং,তুরুক,অফবিট লোকেশন,Bangla khobor,বাংলা খবর

শীত পড়েছে মানেই বাঙালির মন উড়ু উড়ু (Travel) করতে শুরু করে দিয়েছে। এমনিতে ঘুরতে যাওয়ার জন্য বাঙালি সারা বছরই এক পায়ে খাড়া। কিন্তু শীত এলে সেই ইচ্ছেটা যেন অনেকখানি বেড়ে যায়। আজকের প্রতিবেদনে তাই নভেম্বরের এই হালকা শীতে (Winter) ঘোরার মতো একটি আদর্শ লোকেশনের (Travel Destination) খোঁজ নিয়ে এসেছি আমরা।

আজ আমরা যে জায়গার কথা বলবো তার নাম হল তুরুক (Turuk)উত্তরবঙ্গের (North Bengal) একটি অফবিট পাহাড়ি গ্রাম (Offbeat Location) এটি। ছবির মতো সুন্দর এই সাজানো গ্রামের সৌন্দর্য ভাষায় বয়ান করা ভীষণ কঠিন। শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন একটু শান্ত-নিরিবিলি পরিবেশে কাটাতে চাইলে আপনার ডেস্টিনেশন হতেই পারে তুরুক।

Travel destination Turuk near Sittong North Bengal

উত্তরবঙ্গের অফবিট এই গ্রামের কথা এখনও বহু মানুষ সেভাবে জানে না। সেই জন্য দার্জিলিং-কালিম্পংয়ের মতো ভিড় এখানে চোখে পড়ে না। অহলদারার ভীষণ কাছে অবস্থিত এই গ্রামে একবার গেলে জুড়িয়ে যাবে আপনার শরীর-মন। পলকে দূর হয়ে যাবে সব ক্লান্তি।

আরও পড়ুনঃ একবার গেলে ভুলবেন দীঘা-পুরী! রইল কলকাতার কাছে ৫টি সেরা উইকেন্ড ডেস্টিনেশনের হদিশ

তুরুকে দেখার মতো একাধিক জায়গা রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল অহলদারা ভিউ পয়েন্ট। সেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। সেই সঙ্গেই দেখা মিলবে তিস্তা ব্রিজ এবং শিলিগুড়িও। এক কথায়, ৩৬০ ডিগ্রি ভিউ যাকে বলে। এছাড়াও আপনি এখানে গেলে লেপচা গুম্ফা দেখতে পাবেন। পাশাপাশি চোখে পড়বে কমলালেবুর গাছও। সিটং (Sittong) এমনিতেই কমলালেবুর জন্য বিখ্যাত।

আরও পড়ুনঃ বাজেটে ফিট ছুটিও সুপারহিট! নামমাত্র খরচে ঘুরে আসুন এই ৫ অপূর্ব লোকেশন থেকে, রইল ঠিকানা

Travel destination Turuk near Sittong North Bengal

তুরুক থেকে আপনি সানসারি দাড়ায় যেতে পারবেন। ট্রেক এবং গাড়ি দু’টির বিকল্পই রয়েছে। অহলদারা ভিউ পয়েন্টের মতো এখান থেকে ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। পাহাড়ের মাঝে মেঘের আনাগোনা দেখতে দেখতে কীভাবে সময় কেটে যাবে ধরতে পারবেন না আপনিও।

সিটং এ কোথায় থাকবেন?

Travel destination Turuk near Sittong North Bengal

অফবিট গ্রাম হলেও তুরুকে থাকার অসুবিধা হবে না। এখানে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। বাজেটও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। থাকা-খাওয়া মিলিয়ে এক রাতের জন্য খরচ হবে ১৪০০-১৫০০ টাকা মতো। তবে যে হোমস্টেতেই থাকুন না কেন, চেষ্টা করবেন বুক করে যাওয়ার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥