ভালো খাবার আর ঘুরতে যাওয়ার (Travel) প্রতি বাঙালির অমোঘ আকর্ষণের কথা কারোর অজানা নয়। ঘোরার জন্য বাঙালি সব সময় এক পায়ে রাজি। তবে অনেক সময় সেই পথে বাধা হয়ে দাঁড়ায় বাজেট। সেই সঙ্গেই লম্বা ছুটি পাওয়াটাও এখন ভীষণ মুশকিল। তাই এখন বেশিরভাগ মানুষ অল্প কয়েকদিনের ছুটিতে কাছেপিঠে কোনও জায়গা থেকে ঘুরে আসতে চান। আপনিও যদি কলকাতার কাছাকাছি কোথাও ঘুরে আসার পরিকল্পনা করে থাকেন, তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন।
আজ আপনার জন্য একটি অফবিট পাহাড়ি গ্রামের (Offbeat Location) হদিশ নিয়ে এসেছি আমরা। এই জায়গার নাম হল শেরপা গাঁও। উত্তরবঙ্গের (North Bengal) কোলে ছবির মতো সাজানো একাধিক ছোট ছোট গ্রাম থাকে। শেরপা গাঁও তেমনই একটি জায়গা। সবুজে ভরপুর এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বয়ান করা ভীষণ কঠিন। তবে একবার গেলে তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন প্রকৃতির কোলে কাটাতে চাইলে আপনি চলে যেতেই পারেন শেরপা গাঁওয়ে (Sherpa Gaon)। চোখ খুললেই সবুজ, মেঘের আনাগোনা দেখতে দেখতে কীভাবে সময় কেটে যাবে ধরতে পারবেন না আপনি। পাশাপাশি আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন এবং বাইক ট্রিপ করতে ভালোলাগে তাহলেও এখানে গিয়ে আপনার ভীষণ ভালোলাগবে।
আরও পড়ুনঃ একবার গেলে ভুলবেন দীঘা-পুরী! রইল কলকাতার কাছে ৫টি সেরা উইকেন্ড ডেস্টিনেশনের হদিশ
আরও পড়ুনঃ একবার গেলেই ভালো হবে মন! হালকা শীতে ঘুরে আসুন এই অফবিট পাহাড়ি গ্রাম থেকে, রইল ঠিকানা
কী কী দেখবেন?
শেরপা গাঁওয়ে দেখার মতো একাধিক জায়গা রয়েছে। এখানে গেলে যেমন শান্তিতে পাহাড়ের কোলে কয়েকটা দিন কাটাতে পারবেন। তেমনই আবার ইচ্ছা হলে কাছেপিঠে ঘুরতেও বেরিয়ে পড়তে পারবেন। এই জায়গাটি যেমন মধুচন্দ্রিমার জন্য আদর্শ, তেমনই পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্যেও পারফেক্ট। হাতে কয়েকটা দিনের ছুটি থাকলে টুক করে ঘুরে আসতেই পারেন এখান থেকে।
কোথায় থাকবেন?
উত্তরবঙ্গের বাকি অফবিট গ্রামগুলির মতো শেরপা গাঁওয়েও থাকার মতো একাধিক হোমস্টে রয়েছে। বিভিন্ন মান এবং বিভিন্ন বাজেটের হোমস্টে রয়েছে এখানে। নিজের পছন্দ নিজের বাজেট অনুযায়ী যে কোনও একটি বেছে নিয়ে সেখানেই থাকতে পারবেন আপনি। তাহলে আর দেরি কীসের! এই ছুটিতে টুক করে ঘুরে আসুন শেরপা গাঁও থেকে।