• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাত্র ১৩০০ টাকায় সুইজারল্যান্ড! দার্জিলিং ছেড়ে, এবছর ঘুরে আসুন উত্তরবঙ্গের এই হিল স্টেশন থেকে

সারাবছর বাড়ি থেকে কাজ আর কাজ থেকে বাড়ি করে একটা সময় ক্লান্ত লাগে। শরীর আর মনের এই ক্লান্তি দূর করার একমাত্র উপায় হল ভ্রমণ (Travel)। পকেট ফ্রেন্ডলি বাজেটে শীতকাল হলেই ঘুরতে বেরিয়ে পরে বাঙালি। অনেকেই পাহাড় পছন্দ করেন, তাদের গন্তব্য মূলত উত্তরবঙ্গ। তবে যেখানেই যান সেখানেই ভিড়, কিন্তু এবার আপনাদের জন্য কম ভিড়ের এক সুন্দর অফবিট হিল স্টেশনের (Offbeat Hill Station) হদিশ নিয়ে হাজির বংট্রেন্ড।

আসলে পাহাড় মানেও বাঙালির মনে সবার আগে আসে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) নাহলে সিকিম (Sikkim)। কিন্তু বর্তমানে শীতকালে ম্যাল রোডে যে পরিমাণ ভিড় হয় তা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় অনেকেরই। তবে এমন একাধিক পাহাড়ি গ্রাম ও জায়গা রয়েছে যেখানে মানুষের ভিড় নেই বললেই চলে। এমনই এক জায়গার হদিশ রইল আজকের প্রতিবেদনে।

   

Mini Switzerland of West Bengal North Bengal Offbeat Hill Station Toryok

আজকে যে জায়গার কথা আপনাদের বলছি সেটা হল ‘তোরিয়ক’ (Toryok)। শহুরে কোলাহল থেকে দূরে, প্রকৃতির মাঝে অপরূপ সুন্দর তোরিয়কে একবার গেলে যেন ফিরতেই না মন। প্রথমবার গেলে যে কেউ এই জায়গাকেই গুলিয়ে ফেলতে পারেন সুইজারল্যান্ডের সাথে। কেন? কারণ চারিদিকে যেমন গাছের সারি, তেমনি সামনেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে এক নৈসর্গিক দৃশ্যের দেখা মেলে।

আরও পড়ুনঃ এক নিমেষে গায়েব সব ক্লান্তি! রইল হালকা শীতে ঘোরার মতো একগুচ্ছ অফবিট পাহাড়ি জায়গার হদিশ

‘তোরিয়ক’ এ রয়েছে প্রচুর পাইন গাছ, তাই এই গাছের জঙ্গলে ফটোশুট করা যেতেই পারে। এছাড়া রয়েছে একাধিক কমলালেবুর বাগান। এবার প্রশ্ন হল ঠিক কোথায় অবস্থিত এই তোরিয়ক? আর সেখানে পৌঁছবেন কিভাবে? এই প্রশ্নের উত্তর হল শিলিগুড়ি থেকে মাত্র ৬৮ কিমি দূরে তোরিয়ক।

আরও পড়ুনঃ বাজেটে ফিট ছুটিও সুপারহিট, এবার শীতেই ঘুরে আসুন উত্তরবঙ্গের ‘হ্যাপি ভিলেজ’ থেকে

Mini Switzerland of West Bengal North Bengal Offbeat Hill Station Toryok

প্রথমে হাওড়া, শিয়ালদাহ হোক বা যেকোনো জায়গা থেকে আপনাকে আসতে হবে NJP স্টেশনে। সেখানে থেকে শেয়ার গাড়ি করে পৌঁছতে হবে তোরিয়ক। অবশ্য একটা শেয়ার গাড়িতেই আসা যাবে না! যারা আসবেন তাদের প্রথমে এনজেপি থেকে দিলারাম আসতে হবে।

সেখান থেকে আবার একটা শেয়ার গাড়ি করে আসতে হবে তোরিয়কে। তবে একবার যারা আসবেন তারা সত্যিই সারাজীবনের জন্য মনে রাখবেন এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। তাই এবার শীতে যদি উত্তরবঙ্গের প্ল্যান করেন তাহলে অবশ্যই তোরিয়ক ঘুরে আসুন।

site