• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর নয় দীঘা-দার্জিলিং! রইল হালকা শীত থাকতে ঘুরে আসার মত দুর্দান্ত ৫টি জায়গার হদিশ

Published on:

India,Winter travel destination,Travel,Travel destination,Travel news,Rann of Kutch,Kutch,Kachchh,Shillong,Goa,Lakshadweep,Amritsar,ভ্রমণ,ভ্রমণ সংবাদ,ট্রাভেল ডেস্টিনেশন,কচ্ছের রণ,শিলং,গোয়া,লাক্ষাদ্বীপ,অমৃতসর,শীতকালীন ভ্রমণ,Bangla khobor,বাংলা খবর

ভ্যাপসা গরম, তুমুল বৃষ্টি নয়, ঘুরতে (Travel) যাওয়ার জন্য শীতকালকেই (Winter) অনেকে আদর্শ মনে করেন। বিশেষত হালকা শীতে ঘুরতে যেতে পছন্দ করেন বহু মানুষ। আপনিও অক্টোবরের এই হালকা শীতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু কোথায় যাবেন সেটা বুঝে উঠতে পারছেন না? তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন আপনি।

আজকের প্রতিবেদনে আমরা হালকা শীতে ঘোরার মতো ৫টি দুর্দান্ত লোকেশনের (Winter Travel Destination) খোঁজ নিয়ে এসেছি। ফ্রেন্ডস ট্রিপ হোক বা ফ্যামিলি- সবার সঙ্গে ঘোরার জন্য এই জায়গাগুলি আদর্শ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাঙ্গা হয়ে যাবে আপনার শরীর-মন। চলুন তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক সেই ৫ মনোরম জায়গার নাম।

Rann of Kutch, Best winter travel destination

কচ্ছের রণ (Rann of Kutch)- প্রত্যেক বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস অবধি অর্থাৎ শীতের মরসুমে কচ্ছের রণে ‘রণ উৎসবের’ আয়োজন করা হয়। এই উৎসবের মাধ্যমে গুজরাটের স্থানীয় সংস্কৃতি তুলে ধরা হয়। আপনার যদি গুজরাটের ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প এবং মরুভূমি সাফারিতে আগ্রহ থেকে থাকে তাহলে এখানে চলে যেতেই পারেন। পাশাপাশি ইচ্ছা হলে কচ্ছের রণে হট এয়ার বেলুন রাইডও করতে পারবেন আপনি।

আরও পড়ুনঃ মাত্র ১৩০০ টাকায় উত্তরবঙ্গে ট্রি হাউসে থাকা-খাওয়া ক্যাম্পিং, রইল এক অজানা অফবিট লোকেশনের হদিশ

লাক্ষাদ্বীপ (Lakshadweep)- কেন্দ্রশাসিত রাজ্য লাক্ষাদ্বীপের সৌন্দর্যের কথা কমবেশি আমরা প্রত্যেকেই জানি। প্রত্যেক বছর এখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের টানে হাজার হাজার পর্যটক ছুটে আসেন। বিশেষত শীতকালে এখানকার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়।

আরও পড়ুনঃ একনিমেষে গায়েব সব ক্লান্তি! একবার এই অফবিট পাহাড়ি লোকেশনে গেলে জুড়িয়ে যাবে আপনার শরীর-মন

Lakshadweep, Best winter travel destination

অমৃতসর (Amritsar)- পাঞ্জাবি সংস্কৃতি, খাওয়াদাওয়ার প্রতি আগ্রহ রয়েছে বহু মানুষের। আর সেই পাঞ্জাবের ‘শান’ তথা ‘গর্ব’ বলা হয় অমৃতসরকে। এখানকার স্বর্ণ মন্দিরের নাম গোটা বিশ্বে রয়েছে। তাই এই শীতে ইচ্ছা হলে আপনি ঘুরে আসতেই পারেন অমৃতসর থেকে।

Amritsar, Best winter travel destination

শিলং (Shillong)- সারা বছরই শিলংয়ের আবহাওয়া বেশ মনোরম থাকে, তবে শীতকাল এলে তা যেন একটু বেশি সুন্দর হয়ে যায়। ‘প্রাচ্যের স্কটল্যান্ড’ নামে খ্যাত এই স্থানে বছরভর পর্যটকদের আনাগোনা লেগে থাকে।

Shillong, Best winter travel destination

গোয়া (Goa)- শীতকালীন ভ্রমণের কথা উঠলেই অনেকের মাথায় প্রথমে গোয়ার কথাই আসে। যদিও শুধু শীতকাল নয়, এই জায়গায় সারা বছরই ঘুরতে যাওয়া যায়।

Goa, Best winter travel destination

চুটিয়ে পার্টি করার জন্য গোয়ার মতো জায়গা ভারতে খুব কমই রয়েছে। পাশাপাশি আপনি যদি সমুদ্রপ্রেমী মানুষ হন তাহলেও আপনার ‘উইন্টার ট্রাভেল ডেস্টিনেশন’ হতে পারে গোয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥