• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একনিমেষে গায়েব সব ক্লান্তি! একবার এই অফবিট পাহাড়ি লোকেশনে গেলে জুড়িয়ে যাবে আপনার শরীর-মন

কথাতেই আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। খাওয়াদাওয়া এবং ঘোরার (Travel) প্রতি ভালোবাসা বাঙালির চিরন্তন। তবে বারবার এক জায়গায় ঘুরতে যেতে ভালোলাগে না কারোরই। সেই জন্য এখন ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে অফবিট লোকেশনের (Location) জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আজকের প্রতিবেদনেও এমনই একটি স্থানের হদিশ নিয়ে এসেছি আমরা।

আজ আমরা যে অফবিট জায়গার (Offbeat Location) খোঁজ নিয়ে এসেছি তার নাম হল জাম্পুই হিলস (Jampui Hills)। এই নামটার মধ্যে যেমন অভিনবত্ব রয়েছে, তেমনই এই জায়গাটিও বেশ অন্যরকম। পাশাপাশি এই জাম্পুই হিলস কলকাতার (Kolkata) বেশ কাছে অবস্থিত। চলুন তাহলে ঝটপট বিস্তারিত জেনে নেওয়া যাক।

   

Jampui Hills, Jampui Hills Tripura travel location

পশিমবঙ্গের পড়শি রাজ্য ত্রিপুরার (Tripura) এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। এই জাম্পুই হিলসকে সেখানকার সর্বোচ্চ হিলস্টেশন (Hill Station) বলা হয়। একদিকে মিজোরাম, অন্যদিকে চট্টগ্রাম দিয়ে ঘেরা এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য যে কোনও মানুষের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।

এখানে ভাংমুন নামে একটি জায়গা রয়েছে। আপনার যদি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে ভালোলাগে তাহলে এখানে চলে যেতে পারেন। এছাড়া এখানকার অন্যতম আকর্ষণ হল কমলালেবু। অক্টোবর থেকে ডিসেম্বর মাস নাগাদ এখানে গেলে প্রচুর কমলালেবু দেখতে পাবেন। নভেম্বর মাসে আবার এখানে কমলালেবুর উৎসবও হয়।

Jampui Hills, Jampui Hills Tripura travel location

এই কমলালেবুর উৎসবে যেমন নানান রকমের কমলালেবু দেখা যায়, তেমনই স্থানীয় মানুষরা নাচ-গানও করেন। সব মিলিয়ে বেশ জমে ওঠে চারিদিকের পরিবেশ। এছাড়া এখানে জাম্পুই নামের একটি পাহাড় রয়েছে। আপনার যদি শান্ত-নিরিবিলি হিল স্টেশন পছন্দ হয় তাহলে এখানে গেলে আপনার ভালোলাগরে পারে।

Jampui Hills, Jampui Hills Tripura travel location

ত্রিপুরার এই ছবির মতো সুন্দর জায়গা যেমন প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, তেমনই এখানে থাকা-খাওয়ারও কোনও অসুবিধা নেই। এখানে একাধিক থাকার জায়গা রয়েছে। পাশাপাশি সরকারি গেস্ট হাউসের সুবিধাও রয়েছে। নিজের বাজেট অনুযায়ী যে একটিকে বেছে নিয়ে সেখানেই থাকতে পারবেন আপনি।