• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুটিং ফ্লোরে টলিকুইন ঋতুপর্ণাকেও ‘নাকের জলে চোখের জলে’ করে ছেড়েছিলেন দুলাল লাহিড়ী!

Published on:

Tollywood gossip when Dulal Lahiri scolded Rituparna Sengupta for coming late in shooting

বেশ কয়েক বছর আগে ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) প্রযোজনায় টলিপাড়ার স্বনামধন্য অভিনেতা দুলাল লাহিড়ী (Dulal Lahiri) একটি সিনেমা পরিচালনা করেছিলেন। ‘বৃষ্টির ছায়াছবি’ নামের সেই ছবিতে অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সেই ছবির শ্যুটিংয়ে ঘটেছিল এমন একটি ঘটনা যা আজও অনেকে জানেন না। একবার এক সাক্ষাৎকারে সেকথা জানিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ী নিজে।

টলিপাড়ার (Tollywood) অন্দরে কান পাতলে ঋতুপর্ণার বিরুদ্ধে একটি ‘অভিযোগ’ প্রায়ই শোনা যায়। কেউ নিন্দার সুরে, কেউ আবার রসিকতার সুরে। আর সেই ‘অভিযোগ’ হল, ঋতুপর্ণা নাকি ভীষণ দেরি করে শ্যুটিং করতে আসেন। নিজের প্রযোজিত ছবি ‘বৃষ্টির ছায়াছবি’র শ্যুটিংয়ের সময়ও ঘটেছিল এমনই একটি ঘটনা।

Rituparna Sengupta and Dulal Lahiri

একদিন সকাল ৯টায় কল টাইম দিয়েছিলেন পরিচালক দুলাল লাহিড়ী। সময় মেনে সেটে পৌঁছে গিয়েছিলেন পরিচালকমশাই। এদিকে অভিনেত্রীর তখনও পাত্তা নেই! প্রায় ঘণ্টা দেড়েক পর শ্যুটিং করতে আসেন ঋতুপর্ণা। অভিনেত্রী আসা মাত্রই সেদিনের মতো ‘প্যাক আপ’ করে দেন পরিচালক। অবাক হয়ে নায়িকা জিজ্ঞেস করেন, ‘এ কী আপনি প্যাক আপ করছেন কেন?’

আরও পড়ুনঃ বাবা, এটা তুমি কী করে পারলে! রঞ্জিত মল্লিকের কোন ব্যবহারে অবাক হয়েছিলেন কোয়েল মল্লিক?

উত্তরে দুলাল লাহিড়ী বলেছিলেন, ‘তোকে কেউ কিছু বলে না বলে তুই ভীষণ বেড়েছিস। এই দেরি হওয়ার জন্য যে ক্ষতিটা হবে সেটা তুই বুঝতে পারবি। তুই এই সিনেমার প্রযোজক এটা আরও বেশি করে তোর বোঝা উচিত’। পরিচালকমশাইয়ের কাছ থেকে ধমক খেতেই দু’চোখ বেয়ে জল পড়তে শুরু করে অভিনেত্রীর।

Rituparna Sengupta and Dulal Lahiri

ঋতুপর্ণাকে কাঁদতে দেখে মায়া হয় দুলাল লাহিড়ীর। চোখের জল নিয়েই অভিনেত্রী সেদিন পরিচালককে বলেছিলেন, ‘আর কোনোদিন এমন হবে না। তোমার শ্যুটিংয়ে আমি আর কোনোদিন দেরি করে আসবো না’। তখন দুলাল লাহিড়ী ঋতুপর্ণাকে বলেছিলেন, ‘শুধু আমার জন্য না। এই রকম আর কারোর সঙ্গে করবি না’। এরপর থেকে আর কখনও অভিনেতার সঙ্গে কাজ করার সময় দেরি করে শ্যুটিংয়ে পৌঁছননি ঋতুপর্ণা।

আরও পড়ুনঃ ২৫ বছর বিবাহিত হয়েও কেন স্বামীর পদবি ব্যবহার করেন না ঋতুপর্ণা? এতদিনে ফাঁস হল রহস্য

প্রসঙ্গত, দুলাল লাহিড়ী পরিচালিত, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘বৃষ্টির ছায়াছবি’ সিনেমাটি সেন্সর বোর্ড পাশ করে দিয়েছিল, তবে সেটি কখনও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে সেই ছবির শ্যুটিং সেটে ঋতুপর্ণাকে যেভাবে ‘শিক্ষা’ দিয়েছিলেন দুলাল লাহিড়ী, সেকথা এত বছর পরেও দু’জনের মনে আছে। ঋতুপর্ণা কেমন অভিনেত্রী এই বিষয়ে একবার বর্ষীয়ান তারকা বলেছিলেন, ‘ও ভীষণ ভালো অভিনেত্রী। জীবনে খুব পরিশ্রম করেছে। সেই জন্যই আজ ও এই জায়গায় পৌঁছতে পেরেছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥