• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটপর্দায় কামব্যাকের আগেই সুখবর! নতুন ওয়েব সিরিজের নায়িকা হচ্ছেন ‘ফুলঝুরি’ মানালি

Published on:

Bengali serial actress Manali Dey to feature in a new web series

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতের জনপ্রিয় নায়িকা হলেন মানালি দে (Manali Dey)। ‘বউ কথা কও’ ধারাবাহিকে নায়িকা মৌরির চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। ইতিমধ্যেই টলিউড (Tollywood) এবং ওয়েব প্ল্যাটফর্মেও কাজ করে ফেলেছেন মানালি। শীঘ্রই আসতে চলেছে অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ (Web Series)।

একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে অভিনয় করে দর্শকদের ঘরের মেয়ে হয়ে গিয়েছেন মানালি। মা-কাকিমাদের কাছে অত্যন্ত পরিচিত মুখ তিনি। এখনও অনেকেই তাঁকে ‘ফুলঝুরি’ নামেই চেনে। স্টার জলসার ‘ধুলোকণা’ সিরিয়ালে এই চরিত্রেই দেখা গিয়েছিল মানালিকে। শীঘ্রই জি বাংলার নতুন সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’য় দেখা যাবে তাঁকে।

kar kache koi Moner Kotha Phuljhuri actress Manali Dey New serial promo on air, Kar Kache Koi Moner Kotha time slot

ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে মানালির নতুন ধারাবাহিকের প্রোমো এবং সম্প্রচারের দিনক্ষণ। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর অনুরাগীরা বেজায় খুশি। কিন্তু এবার তাঁদের আনন্দ দ্বিগুণ হতে চলেছে। কারণ শুধু সিরিয়াল নয়, পর্দার ‘ফুলঝুরি’র নতুন ওয়েব সিরিজও আসছে।

হইচইয়ের অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ হল ‘গোরা’ (Gora)। ঋত্বিক চক্রবর্তী এবং সুহোত্র মুখোপাধ্যায় অভিনীত এই সিরিজ মূলত গোয়েন্দা কাহিনী নির্ভর। এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনেই (Gora 2) নায়িকা হিসেবে দেখা মিলতে চলেছে মানালির। সম্প্রতি সিরিজের পোস্টার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন অভিনেত্রী নিজে।

Manali Dey, Manali Dey web series, Manali Dey Gora

জানা গিয়েছে, গোরার পরিবারের খেয়াল রাখে মানালি অভিনীত অর্না চরিত্রটি। ধীরে ধীরে সে হয়ে ওঠে সেন পরিবারের এক সদস্য। যদিও গোরার সঙ্গে অর্না সম্পর্ক একেবারেই ভালো নয়। সারাক্ষণ লড়াই-ঝগড়া চলতে থাকে তাঁদের। যদিও গোরার পরিবার অর্নাকে নিজেদের ছেলের বৌ হিসেবে দেখতে চায়।


‘টম অ্যান্ড জেরি’র মতো সারাক্ষণ ঝগড়া করতে থাকা গোরা এবং অর্না কীভাবে কাছাকাছি আসে সেটাই দেখা যাবে সিরিজের নতুন সিজনে। আগামী ৩০ জুন থেকে হইচইয়ে সম্প্রচারিত হবে ‘গোরা’ সিজন ২। অপরদিকে ৩ জুলাই থেকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে মানালির নতুন সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥