• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জল্পনাই সত্যি? জন্মদিনে কাছে নেই নবনীতা, জিতুকে শুভেচ্ছা জানালেন সুন্দরী শ্রাবন্তী

Published on:

Tollywood actress Srabanti Chatterjee birthday wish to Jeetu Kamal

Jeetu Kamal Birthday : গত কয়েকমাস ধরে সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন টলি (Tollywood) অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)নবনীতা দাসের (Nabanita Das) সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে তা নিয়ে চর্চা চলছে। সেই সঙ্গেই শোনা যাচ্ছে, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) সঙ্গে তাঁর ‘বিশেষ বন্ধুত্বের’ কথা। সোমবার অভিনেতার জন্মদিনে (Birthday) ফের একবার সেই গুঞ্জন নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

মাস দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি পোস্ট করে বিচ্ছেদের কথা জানান নবনীতা। এরপর থেকে তাঁদের বিচ্ছেদের (Separation) কারণ হিসেবে একাধিক কারণ উঠে এসেছে। অনেকেই এই তারকাজুটির বিচ্ছেদের জন্য দায়ী করেছিলেন শ্রাবন্তীকে। গুঞ্জন শোনা গিয়েছিল, লন্ডনে শ্যুটিং করতে গিয়ে নাকি ‘বিশেষ বন্ধুত্ব’ গড়ে উঠেছে জিতু এবং শ্রাবন্তীর।

Jeetu Kamal and Srabanti Chatterjee

গতকাল ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে শ্রাবন্তী জিতুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই ফের হইচই শুরু হয়ে যায় নেটপাড়ায়। নিন্দুকরা যেন এই শুভেচ্ছাবার্তার অপেক্ষাতেই ছিলেন! কেউ কেউ তো সরাসরি লিখে দেন, শ্রাবন্তী তো উইশ করে দিলেন, নবনীতা এখনও চুপ কেন?

আরও পড়ুনঃ আর হবে না মিল, মৃত্যুর মুখে দীপা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র মহাপর্ব

জিতুকে শুভেচ্ছা জানানোর জন্য শ্রাবন্তী তাদের লন্ডন সফরের একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে, সিঁড়ির ওপর হাসি মুখে বসে রয়েছেন জিতু। আর তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন শ্রাবন্তী। এই ছবি স্টোরিতে শেয়ার করে শ্রাবন্তী লেখেন, ‘শুভ জন্মদিন জিতু কমল’। টলি ডিভার স্টোরি শেয়ার করে পাল্টা ধন্যবাদ জানান অভিনেতাও।

আরও পড়ুনঃ এইবার জব্দ হবে শাশুড়ি! বাড়ি ফিরেই ভোলপাল্টে চমকে দিল শিমুল, প্রকাশ্যে ধামাকাদার প্রোমো

Srabanti Chatterjee birthday wish to Jeetu Kamal

প্রসঙ্গত, নবনীতার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে জিতু কখনও সরাসরি মুখ খোলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় একাধিক ইঙ্গিতবাহী পোস্ট করেছেন অভিনেতা। সম্প্রতি যেমন নিজের একটি পোস্টে মানসিক শান্তির বার্তা দিয়েছেন অভিনেতা। দালাই লামার থেকে শব্দ ধার করে অভিনেতা লেখেন, ‘কারোর ব্যবহারে নিজের মানসিক শান্তি কখনও বিঘ্নিত করো না’। এই পোস্টের মাধ্যমে কি তাহলে নবনীতাকেই একহাত নিয়েছেন জিতু? নেটিজেনদের একাংশের মনে এই প্রশ্ন উঁকি দিলেও কোনও জবাব দেননি অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥