• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমারও দোষ ছিল, তাই রাহুলকে সুযোগ দিতে চাই’! বিয়ের ‘দ্বিতীয় ইনিংস’ নিয়ে অকপট প্রিয়াঙ্কা

Published on:

Tollywood actress Priyanka Sarkar interview

গত কয়েক বছরে ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়ঝাপটার সম্মুখীন হয়েছেন টলি (Tollywood) সুন্দরী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদের কথা সামনে আসার পর বিস্তর চর্চা হয়েছিল। সম্প্রতি ফের নতুন করে সংসার পাতছেন দু’জনে। এখনও তা নিয়ে জোর আলোচনা হচ্ছে।

৬ বছরের দূরত্ব ঘুচিয়ে চলতি বছর ফের একসঙ্গে পুজো কাটিয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা। বিচ্ছেদ ভুলে আস্তে আস্তে যে তাঁদের সম্পর্ক ‘সহজ’ হচ্ছে তা সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই বেশ বোঝা যায়। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন অভিনেত্রী নিজে।

Rahul Banerjee and Priyanka Sarkar with son Sahaj

প্রিয়াঙ্কা জানান, ১৩ বছর বয়স থেকে তিনি রাহুলকে চেনেন। তাঁর কাছে তখন রাহুলের পরিচয় ছিল ‘অরুণোদয়দা’ নামে। এরপর জীবনে একাধিক ওঠাপড়ার সম্মুখীন হয়েছেন দু’জনেই। তবে প্রত্যেকটা সময় পাশে পেয়েছেন রাহুলকে। বন্ধু হিসেবে বরাবর প্রিয়াঙ্কার পাশে থেকেছেন তাঁর ‘অরুণোদয়দা’।

আরও পড়ুনঃ সত্যি ফাঁস হতেই নতুন চাল, নীলের সন্তানের মা হবে ময়ূরী! ফাঁস হয়ে গেল ‘ইচ্ছে পুতুল’র তোলপাড় করা পর্ব

‘চিরদিনই তুমি যে আমার’ নায়িকা বলেন, ‘যখন আমি ছোট ছিলাম, সেই সময় আমার অন্য একজনকে ভালোলাগতো। আর ও (রাহুল) ছিল অন্য একটা সম্পর্কে। সেই সময় নিজেদের ভালোলাগা, সম্পর্ক নিয়ে কথা বলতাম। তারপর আস্তে আস্তে আমাদের প্রেম হল। প্রচুর ঝামেলা করেছি’।

আরও পড়ুনঃ মন ভাঙল ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেতার! ছবি শেয়ার করে ব্রেক আপের কথা ঘোষণা করলেন টেলি তারকা

Rahul Banerjee and Priyanka Sarkar with son Sahaj

এখানেই থামেননি প্রিয়াঙ্কা। অভিনেত্রী আরও বলেন, ‘দম্পতি হিসেবে হয়তো সেই মুহূর্তে আমরা সম্পর্কটাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারিনি। তবে পরস্পরের প্রতি সম্মানটা কিন্তু ছিল। অনেকেই জিজ্ঞেস করেছেন, ৬ বছর পর আবার একসঙ্গে পুজো কাটাচ্ছেন। এটা ঠিক নয়। কারণ এই কয়েক বছরেও আমরা পুজো কাটিয়েছি। এখানেই সহজের প্রসঙ্গ এসে যায়। একটা সময় আমরা একে অপরকে দোষারোপ করেছি। তবে এখন বুঝি আমারও কিছু ভুল ছিল। সেগুলো আর না করার চেষ্টা করছি। রাহুলও এখন অনেকটা পরিণত হয়েছে। সেই জন্য আমি ওকে আর একটা সুযোগ দিতে রাজি’।

রাহুল-প্রিয়াঙ্কার বিয়ের এই ‘দ্বিতীয় ইনিংস’টাকে ছেলে কতটা ‘সহজ’ ভাবে নিচ্ছে? প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। জবাবে ‘কুরবান’ নায়িকা বলেন, ‘সহজ খুব সহজ। আমাদের জন্যে এটা খুব চাপ। কারণ ও ভীষণ পরিণত। সেই জন্য ওর পছন্দ-অপছন্দ, মতামতকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥