• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আচমকাই হাসপাতালে মনোজ মিত্র, হয়েছে অস্ক্রোপচার, এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?

Published on:

Tollywood Actor Manoj mitra hospitalized and undergoes surgery

টলিউডের (Tollywood) প্রবীণ ও বিখ্যাত অভিনেতাদের মধ্যে অন্যতম মনোজ মিত্র (Manoj Mitra)। মূলত খলচরিত্রেই দেখা মিলেছে তার বারেবারে। তবে নেগেটিভ চরিত্র দিয়েই দর্শকদের মন জয় করেছেন প্রতিবার। সম্প্রতি জানা যাচ্ছে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। খবর প্রকাশ্যে আসার পর থেকেই মন খারাপ অনুরাগীদের।

কেন হটাৎ হাসপাতালে ভর্তি মনোজ মিত্র? জানা যাচ্ছে, খুব যে গুরুতর কিছু তেমনটা নয়। বেশ কিছুদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছেন তিনি। পেস মেকার বসানোর প্রয়োজন হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই নাকি সেই অপারেশন হয়ে গিয়েছে। বর্তমানে SSKM এর কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন তিনি।

মনোজ মিত্র, Monoj Mitra

অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বহু অনুরাগের মন খারাপ, সকলেই প্রার্থনা করেছেন যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন। তেমনটাই হল সফল হয়েছে পেস মেকার বসানোর অপারেশন।

আরও পড়ুনঃ TRP-র লোভে সাজানো কষ্টের কাহিনী দেখায় ‘ইন্ডিয়ান আইডল’! সাংবাদিকের প্রশ্নে বিস্ফোরক শ্রেয়া

বলে রাখা ভালো কিছুদিন আগেই একটি দুর্ঘদনা ঘটে গিয়েছে বর্ষীয়ান অভিনেতার সাথে। কলকাতার যতীন দাস রোডের একটি বাড়িতে থাকতেন মনোজ মিত্র। দীর্ঘদিন ধরেই সেখানে থাকতেন তিনি। কিন্তু কোর্টের নির্দেশে তাঁকে জিনিসপত্র সহ সেখান থেকে বের করে দেওয়া হয়।

প্রসঙ্গত, সিনেমা তো বটেই নাট্য জগতেও অভিনেতা বেশ পরিচিত। দুর্দান্ত অভিনয় করেছেন একাধিক নাটকে। এরপর সিনেমা থেকে শুরু করে শর্টফিল্ম সর্বত্রই নিজের অসাধারণ অভিনয় দিয়ে মন্ত্রমুগ্ধ করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥