প্রত্যেক বছর ২৫ ডিসেম্বর অর্থাৎ নিজের জন্মদিনের দিন অনুরাগীদের একটি করে সিনেমা উপহার দেন টলি সুপারস্টার দেব (Dev)। তবে এই বছর দেব ভক্তদের জন্য ‘ক্রিসমাস’ যেন অনেক আগেই চলে এসেছে। কারণ পুজোতেই রিলিজ করতে চলেছে অভিনেতার বহু প্রতীক্ষিত সিনেমা ‘বাঘা যতীন’ (Bagha Jatin)। ‘ব্যোমকেশ’র ব্যর্থতার পর ফের এই ছবির হাত ধরে কামব্যাক করছেন টলিউড (Tollywood) সুপারস্টার।
বাংলা তথা গোটা ভারতের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বাঘা যতীন। তাঁর নাম শুনলেই সবার প্রথমে বুড়িবালামের যুদ্ধের কথা মাথায় আসে। ইতিহাসের পাতায় তাঁকে নিয়ে অনেকবার পড়েছি আমরা। এবার তাঁর জীবনী নিয়েই বড়পর্দায় সিনেমা আনতে চলেছে দেব।
অরুণ রায় পরিচালিত ‘বাঘা যতীন’ শীঘ্রই রিলিজ করতে চলেছে প্রেক্ষাগৃহে। আপাতত সেই সিনেমায় প্রচার নিয়েই ব্যস্ত রয়েছেন দেব। কয়েকদিন আগেই ছবির প্রচারে মুম্বই উড়ে গিয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমের কাছে ‘বাঘা যতীন’ নিয়ে কথা বলার সময় দেব বলেন, এই ছবিতে মোট ৯২টি চরিত্র রয়েছে। দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের ভূমিকা ব্যাপক। ইতিহাসের পাতায় নাম না থাকলেও দেশ স্বাধীন হওয়ার পিছনে তাঁদের অবদানের কথা অনস্বীকার্য।
আরও পড়ুনঃ মুখের ওপর ফিরিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়ের সিনেমা! আজও বাঙালিকে মুগ্ধ করেন ভিক্টর ব্যানার্জি
এখানেই থামেননি দেব। অভিনেতা বলেন, বাঘা যতীন চরিত্রটা করছি বলে অন্য কাউকে ছোট করছি না। তবে বাঘা যতীন যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো গান্ধীজির জন্ম হতো না। যদি বুড়িবালামে একবার জাহাজ পৌঁছে যেত তাহলে দেশ স্বাধীন হতে সময় লাগতো মাত্র ২ বছর। ১৯১৭ সালের মধ্যেই ভারত স্বাধীনতা লাভ করে ফেলতো, তবে তা হয়নি।
আরও পড়ুনঃ জেলে যাবে ময়ূরী, মেঘ-নীলের বিয়ে দেবে মীনাক্ষী! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব
দেবের কথায়, বাঘা যতীন এমন একজন ব্যক্তিত্ব যার বিষয়ে শুধু বাঙালিদেরই নয়, গোটা দেশবাসীর জানা উচিত। গত আড়াই বছর ধরে এই চরিত্রের মধ্যে নিজেকে খুঁজেছেন অভিনেতা। আজ দেশের বাইরে একটা সিনেমাহলেও যদি এই ছবি রিলিজ করে তাহলে সারা বিশ্বের মানুষ বাঘা যতীনের কাহিনী জানতে পারবে, আর সেটাই চান দেব।