• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১ দিনেই শাহরুখের জাওয়ানকে টেক্কা! এত কোটি তুলে সিনেমার জগতে ইতিহাস গড়ল থালাপতি বিজয়ের ‘লিও’

Updated on:

Thalapathy Vijay starrer Leo box office collection

দীর্ঘ প্রতীক্ষা শেষে ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে রিলিজ করেছে লোকেশ কনগরাজের নতুন ছবি ‘লিও’ (Leo)থালাপতি বিজয় (Thalapathy Vijay) অভিনীত এই ছবির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সিনেপ্রেমী মানুষরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। শুধু তাই নয়, বক্স অফিসে নয়া রেকর্ডও গড়ল এই ছবি।

দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদের মধ্যে একজন হলেন থালাপতি বিজয়। অভিনেতার ঝুলিতে রয়েছে একাধিক ব্লকবাস্টার সিনেমা। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে ‘লিও’র নাম। শীঘ্রই বিজয়ের কেরিয়ারের অন্যতম হিট ছবি হতে চলেছে এটি। রিলিজের দিন অন্তত তেমনটাই আঁচ করতে পেরেছেন সিনেপ্রেমী দর্শকরা।

Leo, Leo box office collection

বিজয় অনুরাগীরা এই মুহূর্তে ‘লিও’ জ্বরে কাবু। গতকাল ভোর ৪টে থেকে এই ছবির প্রথম শোয়ের সম্প্রচার শুরু হয়। এখান থেকেই বোঝা যাচ্ছে ‘লিও’ নিয়ে দর্শকদের মধ্যে ক্রেজ ঠিক কতখানি। বক্স অফিস কালেকশনটা (Box Office Collection) সেই কথাতেই একপ্রকার শিলমোহর দিয়েছে।

আরও পড়ুনঃ ‘বাঘা যতীন বেঁচে থাকলে গান্ধীজির জন্ম হতো না’! দেবের মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রিলিজের প্রথম দিনই ৬৩ কোটি টাকার মোটা অঙ্ক আয় করেছে বিজয়ের ‘লিও’। তবে এটা শুধু ভারতের বক্স অফিস কালেকশন। ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনের নিরিখে বলা হলে, সেই অঙ্কটা গিয়ে দাঁড়ায় প্রায় ১৪০ কোটি টাকায়।

আরও পড়ুনঃ মুখের ওপর ফিরিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়ের সিনেমা! আজও বাঙালিকে মুগ্ধ করেন ভিক্টর ব্যানার্জি

Leo, Leo box office collection

প্রথম দিনেই ১৪০ কোটি টাকা আয় করা কোনও সিনেমার পক্ষেই সহজ নয়। তবে সেই কাজ করে দেখিয়েছে ‘লিও’। জানা গিয়েছে, ভারতে আয় হওয়া ৬৩ কোটি টাকার মধ্যে ৩০ কোটি টাকাই এসেছে তামিলনাড়ু থেকে। বাকি আয় হয়েছে কেরালা, কর্ণাটকের সহ দেশের বাকি রাজ্যগুলি থেকে।

রিলিজের দিন বক্স অফিসে ধামাকেদার কালেকশনের পাশাপাশি একাধিক রেকর্ডও গড়েছে ‘লিও’। বিশ্বব্যাপী সবচেয়ে বেশি টাকার ব্যবসা করা তামিল ছবির শিরোপা আদায় করে নিয়েছে এই সিনেমা। পাশাপাশি ‘লিও’ টপকে গিয়েছে সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’কেও। অ্যাটলি কুমারের সিনেমা ১২৯ কোটি টাকা আয় করেছিল। ‘লিও’ অনায়াসেই সেই অঙ্কটাকে টপকে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥