• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাত নামতেই রোম্যান্সে মাতল সৃজন-পর্ণা! কেঁদে ভাসাচ্ছে বাবুউউ’র মা, ফাঁস ধুম তানানানা পর্ব

Published on:

Neem Phooler Madhu Krishna hears Srijan Parna doing romance

বাংলা সিরিয়াল (Bengali Serial) দেখেন অথচ জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) দেখে না এমন মানুষ খুব কমই রয়েছে। টিআরপির অভাবে যেখানে প্রতিমাসেই ধারাবাহিক শুরু আর শেষ হচ্ছে সেখানে এক বছরেরও বেশি সময় ধরে নিজের জায়গা ধরে রেখেছে সৃজন পর্ণার গল্প। গল্পে পর্ণা চরিত্রে পল্লবী শর্মা, সৃজন হিসাবে রুবেল দাস ও বাবুউউর মা অর্থাৎ কৃষ্ণা চরিত্রে অরিজিতা মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে।

সেই প্রথম দিন থেকেই ছেলেকে আগলে রাখতে চায় কৃষ্ণা। এদিকে পর্ণাকে কিছুতেই সহ্য করতে পারে না, যাকে বলে দুচোখের বিষ। মা হয়েও ছেলের সংসার ভাঙার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সফলও হয়েছিলেন, কিন্তু ভালোবাসার টানে সব ভুল বোঝাবুঝি কাটিয়ে আবারও এক হয়েছে দুজনে। উল্টে ছেলে সহ গোটা বাড়ির কাছে কোণঠাসা হয়ে গিয়েছে সে বর্তমানে।

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan understood Parna’s greatness, নিম ফুলের মধু সৃজন পর্ণা কৃষ্ণা

অন্য সিরিয়ালে যেখানে একই ট্র্যাক চলতে থাকে দিনের পর দিন সেখানে নিম ফুলের মধুতে প্রতিটা পর্বই জমজমাট। রুচিরার খুনের অপরাধে জেল হলেও নিজেকে নির্দোষ প্রমাণ করেছে পর্ণা। এই লড়াইয়ে তাঁর পাশে ছিল পরিবারের অনেকই, তবে ছায়াসঙ্গী হয়েছিল বর সৃজন। শেষে মন্ত্রীর ছেলে রনিকেই উচিত শিক্ষা ও যোগ্য শাস্তি পাইয়ে দিয়েছে তাঁরা।

আরও পড়ুনঃ পর্ণা আউট জ্যাস ইন, নতুন বছরে কার দখলে বেঙ্গল টপারের সিংহাসন? দেখুন মাথাখারাপ করা TRP তালিকা

এতকিছুর পর ধারাবাহিকের প্রথম দিনে ঠাম্মির বলা কথা সত্যি হচ্ছে। পর্ণা যেদিন প্রথম দত্তবাড়িতে বউ হয়ে আসে সেদিন ঠাম্মি জানান, ততটুকু পেরোলেই মিলবে মিঠের হদিশ। রাতে ফুল ও রোম্যান্স মোডে সৃজন-পর্ণা। যেটা আরও বাড়িয়ে তোলে পর্ণাকে সৃজনের দেওয়া সৃজনের উপহার। এরপর গান চালিয়ে রোম্যান্সে মেতে ওঠে দুজনে।

আরও পড়ুনঃ পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও! রোম্যান্সে মাতলেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

Neem Phooler Madhu Srijan Parna Romance

এদিকে ছেলে বৌমার রোম্যান্স কিছুতেই মেনে নিতে পারছে না কৃষ্ণা। বাবুউউর ঘর থেকে গানের আওয়াজ আসতেই দরজার বাইরে আড়ি পাততে হাজির সে। এরপর দুজনের কথাবার্তা শুনে চোখে জল চলে আসে কৃষ্ণার। মনে মনে বলে ওঠে, বাবুউউকে আমার থেকে কেড়েই ছাড়ল পর্ণা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥