• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অসুস্থ শরীরেই চলছে শরীরচর্চা! ভক্তদের জন্য প্রেমিক রুবেলের হেলথ আপডেট দিলেন শ্বেতা

Published on:

Sweta Bhattacharya shared health update of Rubel Das

Sweta Bhattacharya shares health update of Rubel Das: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) শুটিং করতে গিয়ে দুই পায়ে গুরুতর চোট পেয়ে এখন বাড়িতেই বসে শুটিং করছেন এই সিরিয়ালের প্রধান নায়ক সৃজন (Srijan) অভিনেতা রুবেল দাস (Rubel Das)। প্রেমিকের এই অসুস্থতায় বেজার মন খারাপ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattcharya)। তাই নিজের ব্যস্ততার মাঝেও এই কঠিন পরিস্থিতিতে প্রেমিককে সারাক্ষণ আগলে রেখেছেন অভিনেত্রী।

রুবেলের প্রতি ভালোবাসা উজাড় করে দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বাস্থ্য নিয়েও মাঝে মধ্যেই নানান আপডেট নানান আপডেট দিতে দেখা যাচ্ছে শ্বেতাকে। নিম ফুলের মধু সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন কিছুদিন আগেই দেখা গিয়েছিল হুগলিতে শাড়ি কিনতে গিয়ে একটি দুর্ঘটনার মুখে পড়েছিল নায়ক-নায়িকা সৃজন- পর্ণা। সেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে সত্যিই পায়ে চোট পান রুবেল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,রুবেল দাস,Rubel Das,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattcharya

বাসের উপর থেকে লাফিয়ে পড়ার একটি দৃশ্যের শুটিং করতে গিয়েই পায়ে চোট এমন অবস্থা হয় যে আর উঠেই দাঁড়াতে পারছিলেন না তিনি। যদিও ওই অবস্থাতেই দুটো শট দিয়েছিলেন রুবেল। তারপর এক্সরে করে জানা যায় তাঁর দুপায়ের গোড়ালিতে নাকি গুরুতর চোট লেগেছে। তাই চিকিৎসক তাঁকে আপাতত দেড় মাস সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তাই এই অবস্থায় শুটিং ফ্লোরে আসতে না পারলেও পেশাদারিত্বের খাতিরে বাড়িতে বসেই শুটিং করছেন রুবেল। শুধু তাই নয়, অসুস্থ শরীরে চলছে শরীরচর্চাও। দুই হাতে ডাম্বেল তুলে নিতে না পারলেও নিজের ভাগ্নেকে হাতে তুলে নিয়েই মন দিয়ে শরীর চর্চা করতে দেখা গেল রুবেলকে। এদিন ভাগ্নেকে নিয়ে রুবেলের শরীর চর্চা করার পাশাপাশি আরও দুটি ছবি শেয়ার করেছিলেন শ্বেতা। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী নিজেই আগলে রেখেছেন প্রেমিক রুবেলকে।

আরও পড়ুনঃ কাঁটা চামচ দিয়ে খাচ্ছেন পান্তাভাত! সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক ‘রান্নাঘরের রানী’ সুদীপা

Rubel Das

সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বাড়ি বসে শুটিং চলছে, ব্যায়াম তো আর বাড়ি বসে হচ্ছে না,,,, কিন্তু একেবারে শরীর চৰ্চা ছেড়ে দিলেও তো মুশকিল, তাই একটা উপায়ে বের করা হল, ডাম্বেলের জায়গায় ইউজ করা হলো ভাগ্নাকে। ব্যাস শরীর চৰ্চা শেষ, মনটাও ফুরফুরে।’

আরও পড়ুনঃ ওলটপালট জি বাংলার জনপ্রিয় শোয়ের সম্প্রচারের সময়! রইল নতুন সময়সূচি

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,রুবেল দাস,Rubel Das,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattcharya

শ্বেতার এই কমেন্টের জবাবে রুবেলও লিখেছেন, ‘তবে এই সমর্থন, মানসিক শান্তি, ইতিবাচক অনুভূতি তোমার সঙ্গেই আসে। যা শরীরচর্চার থেকে অনেক বেশি বড়।’ পাল্টা জবাবে শ্বেতা লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। অনেক রিলস বানাব একসঙ্গে তারপর।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥