• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পাঠান’ তো শিশু! রিলিজের দিনই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিল সানি দেওলের ‘গদর ২’

Sunny Deol Gadar 2 Box Office Collection : বক্স অফিসে এবার মুখোমুখি লড়াইয়ে নেমেছে বলিউডের (Bollywood) দুই সুপারস্টার সানি দেওল (Sunny Deol) এবং অক্ষয় কুমার (Akshay Kumar)। একই দিনে প্রেক্ষাগৃহে রিলিজ করেছে দু’জনের ছবি। ‘গদর ২’ (Gadar 2) এবং ‘ওহ মাই গড ২’র (OMG 2) লড়াইয়ে বাজিমাত করবে কে সেই নিয়ে চর্চা গত কয়েকদিন ধরেই চলছে। অবশেষে রিলিজের পর মিলল সেই উত্তর।

দীর্ঘ দু’দশকের অপেক্ষা শেষে প্রেক্ষাগৃহে রিলিজ করেছে ব্লকবাস্টার ‘গদর’র সিক্যুয়েল। ‘গদর ২’র হাত ধরে আবারো কামব্যাক করেছে সানি দেওল এবং আমিশা পটেলের ব্লকবাস্টার জুটি। ‘তারা-সাকিনা’কে দেখতে দর্শকরা যে সিনেমাহল ভরিয়ে দেবে, এমন ভবিষ্যদ্বাণী অনেক চলচ্চিত্র বিশেষজ্ঞই করেছিলেন। আর ঠিক তেমনটাই হল। রিলিজের দিনই রেকর্ডব্রেকিং আয় (Box Office Collection) করল সানির সিনেমা।

   

Gadar 2, Gadar 2 Box office collection

বক্স অফিসে নয়া রেকর্ড গড়ল ‘গদর ২’

সানি-আমিশার সিনেমা রিলিজের আগে থেকেই ছবিটি ঘিরে দর্শকমহলে ক্রেজ ছিল দেখার মতো। প্রত্যাশামতোই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য সিনেমাহলে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। স্বাভাবিকভাবেই বাম্পার ওপেনিং পেয়েছে এই ছবি। জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন, রিলিজের দিন ৪০.১০ কোটি টাকা আয় করেছে সানি দেওলের ছবি। সেই সঙ্গেই চলতি বছর মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় সবচেয়ে বড় ওপেনিং প্রাপ্ত সিনেমার তকমাও আদায় করে নিয়েছে এই সিনেমা। প্রথম স্থানে এখনও রয়েছে শাহরুখ খানের ‘পাঠান’।

আরও পড়ুনঃ ১০০০ কোটি তুলে কাঁপাবে বক্স অফিস! রজনীকান্তের সিনেমা রিলিজ হতেই ছুটি ঘোষণা শহর জুড়ে

রিলিজের দিন বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ ‘OMG 2’

ব্যাক টু ব্যাক ৫টি ফ্লপের পর ‘OMG 2’র হাত ধরে ঘুরে দাঁড়ানোর আশা করেছিলেন অক্ষয় কুমার। কিন্তু ‘গদর ২’ ঝড়ের সামনে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গিয়েছে ‘খিলাড়ি’র ছবি। সানির ছবির সঙ্গে লড়াইয়ে নেমে মুখ থুবড়ে পড়েছে অক্ষয়ের সিনেমা। তরণ আদর্শের টুইট থেকে জানা গিয়েছে, রিলিজের দিন মাত্র ১০.২৬ কোটি টাকা আয় করেছে ‘OMG 2’।

আরও পড়ুনঃ কেন হেমা মালিনীর জন্য গোটা হাসপাতাল বুক করেছিলেন ধর্মেন্দ্র? এতবছর পর ফাঁস হল আসল কারণ

OMG 2, OMG 2 box office collection

শেষ হাসি হাসবে কে?

ওপেনিং ডে’র বক্স অফিস কালেকশনে ‘গদর ২’ বাজিমাত করলেও, ‘OMG 2’র সব আশা কিন্তু এখনই শেষ হয়ে যায়নি। অক্ষয়ের ছবি দেখে সিনেপ্রেমী মানুষরা প্রশংসা করেছেন। তাই ভবিষ্যতে ছবির বক্স অফিস কালেকশন বাড়তেই পারে। রিলিজের দিনের লড়াইয়ে ‘গদর ২’ জয়লাভ করলেও, শেষ হাসি কে হাসে তা দেখার জন্য এখনও কিছুটা অপেক্ষা করতে হবে সিনেপ্রেমী মানুষদের।