• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০০ কোটি তুলে কাঁপাবে বক্স অফিস! রজনীকান্তের সিনেমা রিলিজ হতেই ছুটি ঘোষণা শহর জুড়ে

Updated on:

Chennai Bengaluru office declare holiday on Rajinikanth’s Jailer release day

Rajnikant Jailer Movie : দীর্ঘ ২ বছরের অপেক্ষা শেষে বড়পর্দায় কামব্যাক করছেন সাউথ সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth) ‘জেলার’ (Jailer) এর হাত ধরে আবারো দর্শকদের মন জয় করতে আসছেন তিনি। যেদিন থেকে এই ছবির কথা ঘোষণা করা হয়েছে সেদিন থেকে এই সিনেমার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমী মানুষরা। অবশেষে আসতে চলেছে সেই দিন।

রজনীকান্ত এমন একজন অভিনেতা যাকে দক্ষিণ ভারতে রীতিমতো দেবতার মতো পুজো করা হয়। তাঁর ছবি রিলিজের দিন প্রায় গোটা দক্ষিণ ভারত জুড়ে উৎসবের মরসুম থাকে। অনুরাগীদের ভিড় উপচে পড়ে থিয়েটারে। তবে এবার রজনীকান্তের সিনেমা রিলিজ উপলক্ষ্যে চেন্নাই (Chennai) এবং বেঙ্গালুরুর (Bengaluru) কয়েকটি অফিস (Office) এমন সিদ্ধান্ত নিয়েছে যা শোনার পর চমকে গিয়েছে গোটা নেটপাড়া।

Jailer, Rajinikanth Jailer movie

রজনীকান্তের সিনেমা রিলিজের জন্য বিরাট সিদ্ধান্ত নিল বেঙ্গালুরু-চেন্নাইয়ের অফিস

‘থালাইভা’র ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করতে চায় না কেউই। সেই জন্য অনেকে আগেভাগেই অফিস থেকে ছুটি নিয়ে রাখেন। তবে সব কর্মচারীকে একদিনে ছুটি দেওয়া তো আর সম্ভব নয়। সেই জন্য বেঙ্গালুরু-চেন্নাইয়ের বেশ কিছু অফিস এমন এক সিদ্ধান্ত গ্রহণ করেছে যা শুনে অবাক হওয়া ছাড়া উপায় নেই।

আরও পড়ুনঃ কেন হেমা মালিনীর জন্য গোটা হাসপাতাল বুক করেছিলেন ধর্মেন্দ্র? এতবছর পর ফাঁস হল আসল কারণ

কী সিদ্ধান্ত নিয়েছে অফিসগুলি?

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রজনীকান্তের সিনেমা রিলিজ উপলক্ষ্যে বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের বহু অফিস ছুটি ঘোষণা করে দিয়েছে। চমকের শেষ এখানেই নয়। বহু অফিস থেকে আবার কর্মচারীদের ‘জেলার’র ফ্রি টিকিটও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ রিলিজের আগেই সুপারহিট! প্রি বুকিংয়েই এত কোটির রেকর্ড গড়ল সানি দেওলের ‘গদর ২’

Jailer, Rajinikanth Jailer movie

প্রসঙ্গত, দীর্ঘ ২ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর ‘জেলার’ হাত ধরে কামব্যাক করছেন রজনীকান্ত। নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবিতে ‘থালাইভা’ ছাড়াও জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, তামান্না ভাটিয়া, রাম্যা কৃষ্ণণের মতো তারকারা অভিনয় করেছেন। শুধু তাই নয়, সুপারস্টার মোহনলালকেও এই ছবিতে ক্যামিও করতে দেখা যাবে। এবার দেখা যাক, বক্স অফিসে কোন কোন রেকর্ড ভাঙে রজনীকান্তের এই সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥