বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলে সম্পূর্ণা লাহিড়ী (Sampurna Lahiri)। ‘নজর’ ধারাবাহিকে ডাইনি চরিত্রে অভিনয় করেই নজর কেড়ে ছিলেন তিনি। তারপর তিন বছরের বিরতি কাটিয়েই ২০২২ সালে স্টার জলসার (Star Jalsha) বাংলা মিডিয়াম (Bangla Medium) সিরিয়ালের হাত ধরে কামব্যাক করেছিলেন তিনি। এই ধারাবাহিকে ইংরেজি মিডিয়ামে লেখাপড়া করা ধনী পরিবারের অহংকারী মেয়ে সুহানার (Suhana) চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
প্রথম থেকেই তাঁর অভিনয় দারুন প্রশংসা পেয়েছে দর্শক মহলে। তবে সিরিয়াল শেষ না হলেও ৮ মাসের মাথায় আচমকাই সিরিয়াল থেকে সরিয়ে দেওয়া হল সুহানা অভিনেত্রী সম্পূর্ণাকে। বৃহস্পতিবারই শেষবারের মতো সুহানা হিসেবে বাংলা মিডিয়ামের শুটিং করেছেন তিনি। সিরিয়ালে চরিত্র শেষ হতেই সম্প্রতি হিন্দুস্তান টাইমসের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী সাথে।
সিরিয়াল থেকে মাঝপথে সরে যাওয়া প্রসঙ্গে এদিন সম্পূর্ণা বলেছেন ‘হ্যাঁ, আজকেই আমার শেষদিনের শ্যুটিং। এটা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। চ্যানেল এবং প্রোডাকশন হাউসের সম্মিলিত সিদ্ধান্ত, সেইজন্য আমি NOC দিয়েছি। ওঁনারা আমাকে কোনওভাবে ব্যবহার করতে পারছেন না বলে ওঁনাদের মনে হয়েছে। সুহানা চরিত্রটা কোথাও গিয়ে দাঁড়াচ্ছে না’।
এরপরেই সম্পূর্ণার গলায় ঝরে পড়ল আফসোসের সুর।কষ্ট চেপে রেখেই অভিনেত্রী বলতে লাগলেন, ‘যে কারণে আমি চরিত্রটা করতে রাজি হয়েছিলাম, সেই জায়গাটা অবধি ওঁনারা পৌঁছাতে পারছিলেন না বলেই হয়ত ওঁনাদের এই কথাটা মনে হয়েছে’। সিরিয়াল থেকে বাদ পড়লেও সুহানা চরিত্রের জন্য সম্পূর্ণা দর্শকদের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন।
তাই দর্শকদের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেছেন ‘এই চরিত্র করে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। এই চরিত্রটা আমার তরফ থেকে ১০০% দিয়েই করেছি। আমি চরিত্রটা নিয়ে আরও আশাবাদী ছিলাম, প্রথম দিন থেকে তেমনই পরিকল্পনা ছিল কিন্তু সেটা নিঃসন্দেহে পরিপূর্ণ হয়নি।’তবে শুরু থেকেই টিআরপি তালিকায় সেভাবে কামাল দেখতে পারেনি জনপ্রিয় জুটি নীল-তিয়াসার রসায়ন।
তাই এদিন অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল টিআরপি তালিকায় পিছিয়ে পড়ার জন্যই কি সম্পূর্ণার মতো তারকাকে হাতছাড়া করল চ্যানেল? জবাবে পর্দার সুহানা বলেছেন ,’সবাই তো সব প্রোজেক্ট মন দিয়েই করে। নিজেদের ১০০% দিয়েই করে। তবে দর্শক কোনটা নেবে সেটা তো কারুর হাতে নেই। বাংলা মিডিয়াম একদম খারাপ তো কোনওদিন করেনি। চ্যানেল সেরা না হলেও দ্বিতীয়স্থানে থেকেছে। সেই অর্থে মোটের উপর খারাপ ফল নয়’।